X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ নির্বাচন: বে‌কেনহা‌মে জিত‌তে চান নারায়ণগ‌ঞ্জের মে‌রিনা

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
১১ ডিসেম্বর ২০১৯, ২৩:২১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২৩:২৫

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দক্ষিণ পূর্ব লন্ডনের বেকেনহাম আসনে লেবার পার্টির প্রার্থী ব্যারিস্টার মেরিনা মাসুমা আহমেদ। বর্তমানে কনজারভেটিভ পার্টির দখলে রয়েছে আসনটি। গত দুই নির্বাচনে মেরিনা পরাজিত হলেও ক্রমাগত বেড়েছে তার প্রাপ্ত ভোটের পরিমাণ। ফলে সেই আশাতে ভর করে এবারে লেবার পার্টির হয়ে আসনটি জিতে নিতে চাইছেন বাংলাদেশের নারায়ণগঞ্জে জন্ম নেওয়া মেরিনা। ব্যারিস্টার মেরিনা মাসুমা আহমেদ

গত ২০ বছর ধরে বেকেনহাম আসনে স্থায়ীভাবে বসবাস করছেন ব্যারিস্টার মেরিনা মাসুমা আহমেদ ও ডাঃ ইমরুল কায়েস দম্পত্তি। বাংলাদেশের পাবনার সন্তান কায়েস বেকেনহামেই জেনারেল প্রাকটিস করেন। তাদের দুই কন্যা সন্তান। বড় মে‌য়ে রে‌বেকা বিশ্ব‌বিদ্যাল‌য়ে আর ছোট মে‌য়ে এলিজা হাইস্কু‌লে পড়ছেন।

বর্তমানে লন্ডনের ব্রমলি কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন মেরিনা। তিনি জানান, ছয় মাস বয়সে বাবা-মায়ের সঙ্গে লন্ডনে আসেন তিনি। পরে তার বাবা মারা গেছেন আর মা মমতাজ বেগম এখন ঢাকায় বসবাস করেন। মেরিনার চার ভাই উচ্চশিক্ষা শেষে এখন ব্রিটেনেই কর্মরত আছেন।

মেরিনা যে আসনে লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই বেকেনহাম আসনটি মূলত কনজারভেটিভ পার্টির আসন। এ আসনের বর্তমান এমপি কনজারভেটিভ পার্টির বব স্টুয়ার্ট। গত দুই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মেরিনা আহমেদ।

২০১৫ সালের নির্বাচনে বব স্টুয়ার্ট ২৭ হাজার ৯৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি মোট ৫৭ দশমিক ৩ শতাংশ ভোট পান। ওই নির্বাচনে লেবার পার্টির মেরিনা পান ৯ হাজার ৯৮৪ ভোট। যা মোট ভোটের ১৯ দশমিক ৪ শতাংশ। ২০১৭ সালের নির্বাচনে বব স্টুয়ার্ট ৩০ হাজার ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। যা মোট ভোটের ৬৯ দশমিক ৩ শতাংশ। ওই নির্বাচনে ১৫ হাজার ৫৪৫ ভোট পান। যা মোট ভোটের ৩০ দশমিক এক শতাংশ।

এবারের নির্বাচনে বব স্টুয়ার্ট ও মেরিনা আহমেদ ছাড়াও বেকেনহাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গ্রিন পার্টির লুথ ফেব্রিকান্ট, লিবারেল ডেকোক্র্যাটিক (লিবডেম) দলের চলে জেইন রোস।

নির্বাচিত হলে স্থানীয় বাসিন্দাদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে মেরিনা আহমেদ অভিযোগ করেন, গত ৯ বছরে এই আসনে কনজারভেটিভ পার্টি মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। নির্বাচনে জয়ী হতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

গত ত্রিশ বছর ধ‌রে লেবার পা‌র্টির স‌ক্রিয় সদস্য হি‌সে‌বে রাজনী‌তি করার কথা উল্লেখ করে মেরিনা বলেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষদের জন্যই কাজ করেছি। সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে একটি উন্নয়ন-সহযোগী সংস্থায় কাজের মধ্য দিয়ে দেশটির পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও ক্ষমতায়নে অবদান রাখার চেষ্টা করেছি।

/জেজে/
সম্পর্কিত
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ