X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জরুরি সফরে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, কথা নাগরিকত্ব বিল নিয়ে?

রঞ্জন বসু, দিল্লি
১২ ডিসেম্বর ২০১৯, ০২:১০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৪

পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক জরুরি সরকারি সফরে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে দিল্লি আসছেন। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বুধবার (১১ ডিসেম্বর) রাতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলটি পাস হওয়ার ঘণ্টাকয়েক পরেই গভীর রাতের দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সফরের কথা জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে ড. মোমেন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবেন। পরদিন শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি দিল্লি ডায়ালগ (একাদশ চ্যাপ্টার) ও ইন্ডিয়ান ওশান ডায়ালগের (চতুর্থ চ্যাপ্টার) যৌথ অধিবেশনের মন্ত্রী-পর্যায়ের সেশনে অংশ নেবেন এবং কি-নোট বক্তৃতা দেবেন।
শনিবার (১৪ ডিসেম্বর) ভারত সফরের শেষ দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লির হায়দ্রাবাদ হাউসে সকালে এক বৈঠকে মিলিত হবেন ভারতীয় কাউন্টারপার্ট এস জয়শঙ্করের সঙ্গে। ওই দিন সন্ধ্যায় তার ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল এবং ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগের শুনানির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
নাগরিকত্ব বিলটি এ সপ্তাহেই পরপর ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হয়েছে। তবে বিলটির বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে রয়েছে সমগ্র উত্তর-পূর্ব ভারত। বুধবার আসামের রাজধানী গৌহাটিতে কারফিউ জারি করতে হয়েছে। ত্রিপুরার আদিবাসী-অধ্যুষিত এলাকাগুলোতে পাঠানো হয়েছে বাড়তি সেনা।
সোমবার বিলটি লোকসভায় পেশ করার সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, প্রতিবেশী বাংলাদেশে আজও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন অব্যাহত আছে বলেই তাদের সরকার এই বিলটি আনার প্রয়োজন অনুভব করেছে, যেন বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে ভারতে চলে আসা হিন্দু-বৌদ্ধরা এ দেশের নাগরিকত্ব পেতে পারেন। কিন্তু এই বিলটি ‘মুসলিম-বিরোধী’ এবং ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ চেতনার পরিপন্থী— এই যুক্তিতে কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সিপিআইয়ের মতো প্রায় সব বিরোধী দলই এতে তীব্র আপত্তি জানাচ্ছে।
ভারতীয় সংসদে যেভাবে বিলটির প্রস্তাবনা করা হয়েছে, বাংলাদেশের জন্য তা মোটেই স্বস্তিকর নয়। বস্তুত লোকসভায় অমিত শাহ’র বক্তব্য সামনে আসার পর পরই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন অব্যাহত আছে বলে যে কথা বলা হচ্ছে তা আদৌ ঠিক নয়।
এরপর বুধবার ঢাকায় গণমাধ্যমের কাছে ড. মোমেন আরও পরিষ্কার ভাষায় বলেন, এই নাগরিকত্ব বিল ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে বলেই বাংলাদেশ মনে করছে। তাৎপর্যপূর্ণভাবে, তিনি এটিকে ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে এড়িয়ে যাওয়ার কোনও চেষ্টা করেননি, বরং নরেন্দ্র মোদী সরকার এই বিলটি আনাতে বাংলাদেশ যে মোটেই খুশি নয় তা পরিষ্কার করে দিয়েছেন।
অন্যদিকে, ধর্মীয় সংখ্যালঘু সমাজের একাধিক নেতাও খোলাখুলি বলেছেন, ভারত এই বিল আনায় তাদের কোনও সুবিধা তো হবেই না; বরং বাংলাদেশে যে হিন্দুরা রয়ে গিয়েছেন তাদের জীবনযাপন এতে আরও কঠিন হয়ে উঠতে পারে।
এই পটভূমিতেই শনিবার সকালে দিল্লিতে মুখোমুখি বৈঠকে বসছেন ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীরা। আর সে বৈঠকের চূড়ান্ত ঘোষণাও এসেছে একেবারে শেষ মুহূর্তে। মনে করা হচ্ছে, ড. মোমেন সেখানে নাগরিকত্ব বিল নিয়ে বাংলাদেশ সরকারের মনোভাব খোলাখুলি ড. জয়শঙ্করের কাছে তুলে ধরবেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
১০ বাংলাদেশিকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে আরাকান আর্মি
১০ বাংলাদেশিকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা