X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তরুণেরাও রেহাই পাবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২০, ০৬:৪৬আপডেট : ২১ মার্চ ২০২০, ১১:৩৪

করোনা ভাইরাস থেকে তরুণেরাও রেহাই পাবে না জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদেরকেও সতর্কতা অবলম্বন করে চলার পরামর্শ দিয়েছে। শুক্রবার সংস্থাটির প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, তরুণদের সিদ্ধান্ত অন্য কারও জীবন ও মৃত্যুর ব্যবধান তৈরি করতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। তরুণেরাও রেহাই পাবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি

বিশ্বজুড়ে মহামারির রুপ নেওয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আড়াই লাখের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ১১ হাজারের বেশি মানুষের। মৃতদের বেশিরভাগই বয়স্ক হওয়ায় বহু দেশের তরুণেরা স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ মেনে চলছে না বলে জানা যাচ্ছে। আর এর জেরেই তরুণদের সতর্ক করলেন ডব্লিউএইচও প্রধান।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া শুরু করে। তবে এখন এই ভাইরাসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে ইউরোপ। ইতালিতে মারা গেছে সবচেয়ে বেশি মানুষ। শুক্রবার পর্যন্ত সেখানে চার হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে।

এমন পরিস্থিতিতে জেনেভায় ডব্লিউএইচও’র সদর দফতর থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, যদিও বয়স্করা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন, তবুও তরুণেরা নিরাপদ নন। তিনি বলেন, ‘তরুণদের জন্য আমার একটি বার্তা আছে: আপনারা অপরাজেয় নন, এই ভাইরাসটি আপনাকে কয়েক সপ্তাহের জন্য হাসপাতালের বিছানায় নিয়ে যেতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। আপনি যদি অসুস্থ নাও হন তাহলেও আপনি কোথায় যাচ্ছেন সেই একটি সিদ্ধান্ত অন্য কারও জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে’।

বৃহস্পতিবার উহান শহরে নতুন করে কেউ আক্রান্ত না হওয়ার খবরের দিকে ইঙ্গিত করে তিনি বলেন,  ‘এ থেকে বাকি বিশ্বের জন্য আশাবাদী হওয়া যাচ্ছে যে সবচেয়ে খারাপ পরিস্থিতিও পাল্টে দেওয়া সম্ভব’। গবেষণায় দেখা গেছে সব বয়সী মানুষই করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। তবে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য এই ভাইরাস বেশি বিপদজনক। ইতালিতে মারা যাওয়া মানুষদের গড় বয়স ৭৮ দশমিক পাঁচ বছর।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
মে থেকে  বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু