X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

করোনাজনিত প্রাণহানি এক লাখের নিচে রাখাই এখন ট্রাম্পের চ্যালেঞ্জ!

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০২০, ১৬:২৯আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৬:৩৬
image


করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য জাতীয় পর্যায়ে আরোপিত বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াতে পারে বলে বিশেষজ্ঞদের দেওয়া আশঙ্কার সঙ্গে সহমত প্রকাশ করে রবিবার (২৯ মার্চ) এ ঘোষণা দেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে বলে ট্রাম্প যে অনড় অবস্থান দেখিয়ে আসছিলেন, তা থেকে সরে আসতে দেখা গেলো তাকে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তার দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখের মধ্যে বেঁধে রাখতে পারলে বুঝতে হবে তার প্রশাসন ভাল কাজ করেছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ট্রাম্প সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশনা দিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার প্রাথমিক পর্যায়ে ১৫ দিনের যে সময়সীমা দিয়েছিল তার মেয়াদ শেষ হচ্ছে সোমবার (৩০ মার্চ)। করোনায় তুলনামূলক কম আক্রান্ত হওয়া এলাকাগুলোতে জাতীয় এ নির্দেশনা শিথিল করে দেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন ট্রাম্প। তবে এখন আর তা হচ্ছে না। বরং জাতীয় ওই নির্দেশনার মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিশ্ব জুড়ে করোনাভাইরাসের সংক্রমণ মহামারির চেহারা নেওয়ার আগে পর্যন্ত এ ব্যাপারে ট্রাম্প প্রশাসনের সক্রিয়তা দেখা যায়নি। বরং মার্কিন প্রেসিডেন্টের একের পর এক মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হতে দেখা গেছে। করোনাভাইরাসে সম্ভাব্য মৃত্যু ও সংক্রমণের হার নিয়ে কথা বলতে অনাগ্রহ দেখিয়ে আসছিলেন তিনি। তবে রবিবার তার কণ্ঠে শোনা গেলো ভিন্ন সুর। রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, কোভিড-১৯ এ সম্ভাব্য মৃত্যুর সংখ্যা সম্পর্কে এদিন (রবিবার) তিনি ‘সবচেয়ে সঠিক’ ও ‘বিস্তারিত’ তদন্ত ও বিশ্লেষণ প্রতিবেদন পেয়েছেন। সামাজিক দূরত্ব আরোপ না করলে প্রায় ২২ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। দাবি করেছেন, এ সংখ্যা এক লাখে সীমাবদ্ধ রাখতে পারলেই খুব ভালো কাজের প্রমাণ দেবে তার সরকার। ট্রাম্প স্বীকার করেছেন, এপ্রিলের শেষের দিকে তাকে আবারও নির্দেশনার মেয়াদ বাড়াতে হতে পারে। তবে জুন নাগাদ পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
এর আগে রবিবার সকালে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে দুই লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা জানান দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ডা. অ্যান্থনি ফাউসি। হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও নিয়োজিত আছেন তিনি।

/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র