X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিউমোনিয়া নেই, অবস্থা স্থিতিশীল: ডাউনিং স্ট্রিট

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২০, ১৮:৪১আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৩:৩৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের এক মুখপাত্র মঙ্গলবার ডাউনিং স্ট্রিটে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হননি জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ খবর জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিউমোনিয়া নেই, অবস্থা স্থিতিশীল: ডাউনিং স্ট্রিট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহের বেশি সময় বাড়িতে চিকিৎসা নেওয়ার পর রবিবার (৫ এপ্রিল)  হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতির অবনতি হলে পরদিন সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

মঙ্গলবার জনসনের স্বাস্থ্যের অবস্থা জানতে চাওয়া হলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী রাতভর স্থিতিশীল ছিলেন এবং তার মনোবল শক্ত রয়েছে। তিনি মান অনুযায়ী অক্সিজেন চিকিৎসা নিচ্ছেন এবং কোনও প্রকার সহায়তা ছাড়াই শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন। তার কোনও ধরনের যান্ত্রিক ভেন্টিলেশন কিংবা শ্বাসপ্রশ্বাসের সহায়তার দরকার পড়েনি।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিকিৎসায় করোনাভাইরাসের একটি পরীক্ষামূলক ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা ব্যবহার করা হবে না বলে ইঙ্গিত দিয়েছে ডাউনিং স্ট্রিট। এই বিষয়ে জানতে চাওয়া হলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেবা বিভাগের সম্ভাব্য সর্বোচ্চ সেবা পাচ্ছেন বলে আমাদের আত্মবিশ্বাস রয়েছে। তার যেকোনও চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত তার চিকিৎসকদের বিষয়।’

প্রধানমন্ত্রী অসুস্থ হওয়ায় তার দায়িত্ব সামলাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব। তবে তিনি অসুস্থ হয়ে পড়লে অর্থমন্ত্রী রিসি সুনাক দায়িত্ব নেবেন বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র। তিনি জানান, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় ডোমিনিক রাব সরকারের কাউকে নিয়োগ বা বরখাস্ত করতে পারবেন না।

/জেজে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
ব্রিটেনে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের অনুমোদন
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ