X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ইসরায়েলের সম্প্রসারণ পরিকল্পনা বাতিলের আহ্বান জাতিসংঘের

বিদেশ ডেস্ক
২১ মে ২০২০, ১১:৫৪আপডেট : ২১ মে ২০২০, ১১:৫৪

দখলকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি সম্প্রসারণের পরিকল্পনা বাতিল করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত নিকোলাই ম্লাদেনভ। পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘকে নিয়ে গঠিত কথিত মধ্যপ্রাচ্য চতুষ্টয়ের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ম্লাদেনভ এই আহ্বান জানান বলে খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইসরায়েলের সম্প্রসারণ পরিকল্পনা বাতিলের আহ্বান জাতিসংঘের

দখলকৃত পশ্চিম তীরে কয়েক হাজার ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। ইফরাত নামে এই বসতি সম্প্রসারণ প্রকল্পে প্রায় সাত হাজার আবাসন ইউনিট তৈরি করা হবে। এই পরিকল্পনায় সমর্থন দিয়েছে ওয়াশিংটন। জর্ডান উপত্যকার বড় একটি এলাকায় এই ইহুদি বসতি সম্প্রসারিত হলে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে নতুন একটি মধ্যস্ততার প্রস্তাব তুলে ধরার আহ্বান জানান জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত নিকোলাই ম্লাদেনভ। এক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘকে নিয়ে গঠিত কথিত মধ্যপ্রাচ্য চতুষ্টয়কে নতুন শান্তিপ্রস্তাব তুলে ধরার আহ্বান জানান। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলের ঘোষণা দেওয়ার এক দিনের মাথায় এই আহ্বান জানালেন জাতিসংঘ দূত।

ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে মঙ্গলবার ফিলিস্তিনি নেতৃবৃন্দের সঙ্গে এক জরুরি বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিলের ঘোষণা দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এর আগে যুক্তরাষ্ট্রের ঘোষণা করা শান্তি পরিকল্পনা প্রত্যাখান করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

বুধবার জাতিসংঘ দূত নিকোলাই ম্লাদেনভ জানান বৃহস্পতিবার তিনি ফিলিস্তিনি নেতাদের সঙ্গে তাদের ঘোষণার বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, পশ্চিম তীরের অংশ বিশেষ দখলে ইসরায়েলের অব্যাহত হুমকি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন বলে বিবেচিত হবে। এর মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দরজা বন্ধ হয়ে যাবে বলে সতর্ক করেন তিনি। 

/জেজে/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন
পোশাক শিল্পের হাত ধরেই দেশ উন্নত হবে: পাটমন্ত্রী
পোশাক শিল্পের হাত ধরেই দেশ উন্নত হবে: পাটমন্ত্রী
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল