X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রাষ্ট্রীয় মদদের সাইবার হামলার শিকার হয়েছে অস্ট্রেলিয়া: স্কট মরিসন

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০২০, ১২:২৩আপডেট : ১৯ জুন ২০২০, ১২:২৩

অস্ট্রেলিয়ার সরকার এবং প্রতিষ্ঠানের ওপর রাষ্ট্রীয় মদদে সাইবার হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। ব্যাপক এই হামলায় সরকারের সব পর্যায় আক্রান্ত হয়েছে বলে দাবি করেন তিনি। এর মধ্যে অতি প্রয়োজনীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও ব্যবসা রয়েছে। এসব হামলায় ব্যক্তিগত তথ্যের বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। তবে কোন রাষ্ট্রের মদদে এসব হামলা চালানো হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

গত বছর অস্ট্রেলিয়ার কয়েকটি প্রধান রাজনৈতিক দল ও পার্লামেন্টের ওয়েবসাইট সাইবার শিকার হয়। এসব হামলার জন্য রাষ্ট্রীয় মদদের হামলাকারীদের দায়ী করা হয়। ওই সময়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার গোয়েন্দাদের ধারণা ২০১৯ সালের ওই হামলার পেছনে চীনের ভূমিকা ছিল।

শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই সাইবার হামলার ধারাবাহিকতা বেড়েছে। তিনি বলেন, হামলার ব্যপকতা, লক্ষ্য নির্ধারণের প্রকৃতির কারণে এসব হামলাকে রাষ্ট্রীয় মদদের হামলা বলে চিহ্নিত করেছেন সাইবার বিশেষজ্ঞরা। কোন দেশ এই হামলার নেপথ্যে রয়েছে তা চিহ্নিত করা হয়েছে কিনা জানতে চাইলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কোনও নির্দিষ্ট দেশের নাম জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার মতো বহু রাষ্ট্র রয়েছে। বিশ্ব জুড়ে এই ধরনের ‘বিদ্বেষপরায়ণ’ কর্মকাণ্ড দেখা যায় বলে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এটি কোনও অনন্য ঘটনা নয় বলে মন্তব্য করেন স্কট মরিসন।

অস্ট্রেলিয়ায় বিভিন্ন ধরনের সাইবার হ্যাকিংয়ের সঙ্গে চীনের সংশ্লিষ্টতার কথা দীর্ঘ দিন থেকেই বলে আসছেন সাইবার গোয়েন্দা বিশেষজ্ঞরা। তারা বলছেন চীনের পাশাপাশি এই ধরনের হামলা চালানোর ক্ষমতা রয়েছে রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার।

/জেজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
সর্বশেষ খবর
নীরবে, পর্যবেক্ষণে মামুনুল হক: হেফাজত-ট্রাজেডি বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে, পর্যবেক্ষণে মামুনুল হক: হেফাজত-ট্রাজেডি বিশ্লেষণের সিদ্ধান্ত
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
একবছরের জন্য ঘোষিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি সাড়ে ৫ বছর পর বিলুপ্ত
একবছরের জন্য ঘোষিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি সাড়ে ৫ বছর পর বিলুপ্ত
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে