X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধের অভিযোগ চূড়ান্ত হলেই পদত্যাগ: কসোভোর প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২০, ১৮:০৪আপডেট : ০১ জুলাই ২০২০, ১৮:৪৭

হেগের বিশেষ আদালতে আনা যুদ্ধাপরাধের অভিযোগ চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে পদত্যাগের প্রতিশ্রুতি দিয়েছেন কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাচি। গত সপ্তাহে হেগের স্পেশাল প্রসিকিউটর অফিসের (এসপিও) এক বিবৃতিতে ওই অভিযোগের প্রসঙ্গ এলেও এখনও তা অনুমোদন দেননি বিচারকেরা। অভিযোগের ঘোষণা আসার পর বেশ কয়েক দিন নিরব থেকে অবশেষে সোমবার এক টেলিভিশন ভাষণে মুখ খোলেন কসোভোর প্রেসিডেন্ট। দেশের স্বাধীনতা সংগ্রামে নিজের ভূমিকার আবেগীয় বর্ণনা দিয়ে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হাশিম থাচি

গত সপ্তাহে হেগ থেকে যখন  কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাচিকে যুদ্ধাপরাধে অভিযুক্ত ঘোষণা করা হয় তখন তিনি হোয়াইট হাউসে এক সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাতে সার্বিয়ার প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার ভাউকিকেরও অংশ নেওয়ার কথা ছিল। পরে ওই যাত্রা বাতিল করেন থাচি। হেগের স্পেশাল প্রসিকিউটর অফিসের (এসপিও) এক বিবৃতিতে জানানো হয়, সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা পেতে চলা যুদ্ধের সময় এবং যুদ্ধপরবর্তী সময়ে সংঘটিত যুদ্ধাপরাধে জড়িত ছিলেন কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাচি। প্রায় একশো আলবেনীয়, সার্ব ও রোমা মানুষ হত্যায় তার সঙ্গে আরও নয় জন দায়ী ছিল বলে জানানো হয় ওই ঘোষণায়।

অভিযোগের ঘোষণা আসার পর বেশ কয়েক দিন নীরব থাকার পর সোমবার টেলিভিশন ভাষণে হাশিম থাচি দেশের স্বাধীনতা সংগ্রামে নিজের অবদানের প্রসঙ্গ তুলে ধরেন বলেন, ‘রাজনৈতিক ভুল হয়তো আমি করতে পারি, কিন্তু যুদ্ধাপরাধ কখনো নয়।’ ক্ষমতায় থাকা অবস্থায় নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে লড়াই করবেন না জানিয়ে তিনি বলেন, ‘অভিযোগ নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমি প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করবো এবং অভিযোগের মুখোমুখি হবো।’

১৯৯৮-৯৯ সালের যুদ্ধে কসোভো লিবারেশন আর্মির (কেএলএ) কমান্ডার ছিলেন হাশিম থাচি। তার সঙ্গে অভিযুক্ত হওয়া অন্যদের মধ্যে রয়েছেন পার্লামেন্টের সাবেক স্পিকার কাদরি ভেসেলি। বর্তমানে কসোভোর অন্যতম ক্ষমতাধর রাজনীতিবিদ থাচি। ২০১৬ সাল থেকে তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তার আগে প্রধানমন্ত্রীও ছিলেন তিনি।

আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আগেই তার ঘোষণা দেওয়া প্রসঙ্গে হেগের স্পেশাল প্রসিকিউটর অফিসের এক ব্যাখ্যায় বলা হয়েছে, হাশিম থাচি বারবার আদালতের কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করতে থাকায় এই অস্বাভাবিক পদক্ষেপ নিতে হয়েছে। প্রসিকিউটরদের লক্ষ্য ছিল হোয়াইট হাউসে একটি চুক্তি স্বাক্ষর থেকে থাচিকে বিরত রাখা। ওই চুক্তি স্বাক্ষরিত হলে তাকে রাজনৈতিকভাবে আর স্পর্শ করা যেত না। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?