X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভারত প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী: চীন

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২০, ০২:০৫আপডেট : ১১ জুলাই ২০২০, ০২:২২

কাশ্মিরের লাদাখে চীনা বাহিনীর হাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার এক বিবৃতিতে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলেছেন দিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সুন ওয়েডং। তিনি বলেছেন, ‘চীন ও ভারত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী।’ দিল্লির চীনা দূতাবাসের পক্ষে ইউটিউবে পোস্ট করা এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি। ভারত প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী: চীন

সুন ওয়েডং বলেন, সীমান্ত সমস্যার স্থায়ী যুক্তিগ্রাহ্য সমাধান না হওয়া পর্যন্ত শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন। তিনি বলেন, ‘এক্ষেত্রে সংঘাত এড়িয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমেই চীন ও ভারতকে এগোতে হবে।’

সীমান্ত সমস্যার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও আর্থিক সহযোগিতার বিষয়টিকে আলাদাভাবে দেখারও তাগিদ দেন ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, সীমান্তে বিরোধের ছায়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও আর্থিক লেনদেনের ওপর পড়লে তার পরিণাম দুই দেশের জন্যই খারাপ হবে। ক্ষতিগ্রস্ত হবে উন্নয়ন।

তিনি বলেন, ‘মেড ইন চায়না পণ্যে শুল্ক বহির্ভূত প্রতিবদ্ধকতা এবং বিধিনিষেধ আরোপ অনায্য। এক্ষেত্রে চীনা উৎপাদক এবং ভারতীয় গ্রাহক উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।’

লাদাখে ভারতীয় সেনাদের হতাহতের ঘটনার পর চীনা টেলিকম ও বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে বিধিনিষেধ আরোপ করে ভারত। নিষিদ্ধ করা হয় টিকটক-সহ ৫৯টি চীনা অ্যাপ। এমন বাস্তবতায় চীনা রাষ্ট্রদূতের এদিনের মন্তব্যে ‘তাৎপর্যপূর্ণ’ বলে প্রতীয়মান হচ্ছে।

১৮ মিনিটের ওই ভিডিয়ো বার্তায় পারস্পরিক আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনারও তাগিদ দিয়েছেন চীনা রাষ্ট্রদূত। তার ভাষায়, ‘পরস্পরকে সম্মান দেওয়া এবং মূল স্বার্থগুলোর প্রতি নজর দিলেই চীন-ভারত সম্পর্কে নতুন মাত্রা আসবে।’ সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার