X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে একহাত নিলেন জাসিন্ডা

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২০, ১৮:৫৫আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৮:৫৫

নিউ জিল্যান্ডের করোনা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এক মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। মিনেসোটায় এক সমাবেশে ট্রাম্প দাবি করেন নিউ জিল্যান্ডে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। তবে এর কয়েক ঘণ্টার মাথায় মঙ্গলবার আর্ডেন সাংবাদিকদের বলেন, ট্রাম্পের বক্তব্য স্পষ্টত ভুল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন করোনাভাইরাস মোকাবিলায় প্রাথমিকভাবে সাফল্য পেলেও সম্প্রতি নিউ জিল্যান্ডে বেশ কয়েক জন আক্রান্ত শনাক্ত হয়েছে। মঙ্গলবার নতুন করে ১৩ জন শনাক্ত হওয়ার মধ্য দিয়ে এই মহামারিতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৯৩ জনে। আর মৃত্যু হয়েছে ২২ জনের। অপর দিকে এই মহামারিতে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে এক লাখ ৭০ হাজারের বেশি মানুষের।

এমন পরিস্থিতিতে মিনেসোটায় এক নির্বাচনি সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘নিউ জিল্যান্ডে কী হচ্ছে দেখতে পাচ্ছেন? তারা এটাকে পরাজিত করলো, পরাজিত করে ফেললো, প্রথম পাতার খবরের শিরোনাম করলো কারণ তারা আমাকে কিছু একটা দেখাতে চাইছিলো... এখন নিউ জিল্যান্ডে ব্যাপক সংক্রমণ হচ্ছে, আপনারা জেনে দেখবেন এটা ভয়াবহ। আমরা সেরকম পরিস্থিতি চাই না।’

মঙ্গলবার জাসিন্ডা আর্ডেন সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্র ও নিউ জিল্যান্ডের করোনা পরিস্থিতি নিয়ে কোনও তুলনাই চলে না। নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘আমার মনে কেউ যদি কোভিড এবং বিশ্বজুড়ে এর বিস্তার খেয়াল করে দেখেন তাহলে তিনি সহজেই বুঝতে পারবেন নিউ জিল্যান্ডে দিনে নয় জন আক্রান্তের সঙ্গে যুক্তরাষ্ট্রে হাজার হাজার আক্রান্তের কোনও তুলনাই চলে না, আর আসলে বিশ্বের বেশির ভাগ দেশের সঙ্গেই তুলনা চলে না।’

ট্রাম্পের মন্তব্যের দিকে ইঙ্গিত করে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘নিশ্চয়ই সেটা স্পষ্টত ভুল।’ তিনি বলেন, ‘কোভিড প্রশ্নে আমরা এখনও বিশ্বের সবচেয়ে ভালো কর্মক্ষমতা দেখানো দেশ... আমাদের কর্মীরা এটা সেভাবেই বহাল রাখতেই মনোযোগী রয়েছে।’ 

/জেজে/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ