X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি প্রতিনিধি দল নিয়ে আমিরাত যাচ্ছেন মার্কিন কর্মকর্তারা

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২০, ১৫:৩০আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৫:৩৫

ইসরায়েলি প্রতিনিধি দল নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী সোমবার এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলি প্রতিনিধি দল নিয়ে আমিরাত যাচ্ছেন মার্কিন কর্মকর্তারা

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল থেকে একটি কমার্শিয়াল ফ্লাইটে আমিরাতের উদ্দেশে যাত্রা করবেন প্রতিনিধি দলের সদস্যরা। এটি হবে দুই দেশের মধ্যে প্রথম কোনও বাণিজ্যিক ফ্লাইট চলাচলের ঘটনা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেওয়ার পর তিন দেশের মধ্যে এটিই হবে প্রথম কোনও যৌথ বৈঠক।

ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমিরাত সফরে ইসরায়েলি প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত অ্যাভি বারকোভিটস এবং অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেইর বেন শাবাত।

এদিক আসন্ন এই সফরের আগে ইসরায়েল ও আমিরাতের মধ্যে কৌশলগত সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন জায়েদ (এমবিজেড)-এর সঙ্গে এক ফোনালাপে এমন তাগিদ দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

আনাদোলু এজেন্সি-র খবরে বলা হয়েছে, ফোনালাপে ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করা সংক্রান্ত চুক্তির বিষয়ে কথা হয়েছে।

আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়াদি নিয়েও দুই নেতার কথা হয়েছে। উভয়েই বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েল ও আমিরাতের মধ্যে কৌশলগত সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সোমবার ইসরায়েল পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার সরাসরি ফ্লাইটে তিনি আমিরাতের মিত্র সুদানে পৌঁছান। ইসরায়েল থেকে খার্তুমে এটিই প্রথম কোনও সরাসরি ফ্লাইট।

/এমপি/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
অপারেশন সিঁদুরপাকিস্তানে শতাধিক জঙ্গি হত্যার দাবি ভারতের, রাফাল নিয়ে নীরব
ভারত-পাকিস্তান সংঘাত‘নাজুক যুদ্ধবিরতি’: বন্দুক নীরব, কিন্তু শান্তি কি টিকবে?
সর্বশেষ খবর
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়