X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সিসির পদত্যাগের দাবিতে মিসরে বিক্ষোভ, নিহত ১

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৭

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির পদত্যাগের দাবিতে মিসরজুড়ে বিক্ষোভ জোরালো হতে শুরু করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) টানা ষষ্ঠ দিনের মতো দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। জুমার নামাজের পর ‘শুক্রবারের ক্ষোভ’ আখ্যা পাওয়া এই বিক্ষোভ রাজধানী কায়রোসহ দক্ষিণাঞ্চলীয় গিজা, দামিয়েত্তা ও লুক্সর শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযানের নানা ভিডিও এখন দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। অ্যাকটিভিস্টরা বলছেন, এদিন বিক্ষোভের সময় নিহত হয়েছেন ২৫ বছর বয়সী এক তরুণ। বিক্ষোভের সময় অনেককে গ্রেফতারও করেছে পুলিশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কথিত অবৈধ ভবন অপসারণের ঘোষণার পরই মিসরে বিক্ষোভ শুরু হয়েছে

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি দেশজুড়ে কথিত অবৈধ নির্মাণ অপসারণের ঘোষণা দিলে মিসরের সাম্প্রতিক বিক্ষোভ শুরু হয়। এই ঘোষণায় ক্ষতিগ্রস্ত হবে দেশটির দরিদ্র বেশকিছু জনগোষ্ঠী। দুর্বল অর্থনীতি আর করোনা মহামারির কারণে ইতোমধ্যে দুর্ভোগে পড়া এসব মানুষ বাড়িঘর হারানোর আশঙ্কায় বিক্ষোভ শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, শুক্রবার কায়রোর হেলওয়ান এলাকায় বিক্ষোভকারী স্লোগান দিচ্ছেন, ‘ভয় সরিয়ে জোরসে বলো, আল সিসি সরে যাও।’ আরেকটি ভিডিওতে দেখা গেছে, গিজায় সড়ক অবরোধ করতে টায়ারে আগুন দেওয়া হয়েছে। তৃতীয় আরেকটি ভিডিওতে দেখা গেছে, দামিয়েত্তা নগরীতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ।

গিজা এলাকার আল ব্লিডা গ্রামে বিক্ষোভের সময় নিহত হয়েছেন ২৫ বছর বয়সী তরুণ সামি ওয়াগদি বশির। মিসরীয় অ্যাকটিভিস্টদের পরিচালিত একটি ফেসবুক পেজে জানানো হয়েছে, ওই একই ঘটনায় অপর তিন তরুণও আহত হয়েছে। কোনও কোনও এলাকায় রাতেও বিক্ষোভ চলতে দেখা গেছে।

বিলাসবহুল প্রকল্পের মাধ্যমে সরকারি অর্থের অপচয়ের বিরুদ্ধে গত বছরও মিসরে বিক্ষোভ হয়। ওই বিক্ষোভের কারণে দেশটিতে চার হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়। তবে ব্যাপ্তি ও অংশগ্রহণকারী বিবেচনায় এবছর বিক্ষোভ অনেক বড়।

২০১৩ সালে বিক্ষোভের জেরে মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী উৎখাত করলে ক্ষমতায় আসেন আবদেল ফাত্তাহ আল সিসি। তারপর থেকেই দেশটিতে বিক্ষোভের ঘটনা বিরল হয়ে উঠেছে। কারণ ক্ষমতা নেওয়ার পর থেকেই তিনি মিসরে অনুমতি ছাড়া মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করলো ইরান
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
সর্বশেষ খবর
‘বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হলে ন্যায়বিচার নিশ্চিত হবে’
‘বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হলে ন্যায়বিচার নিশ্চিত হবে’
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’