X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের মুখে লাগাম টানতে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘নির্বাচনি বিতর্ক’

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০২০, ১৬:৪০আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৬:৪৪
image

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে লাগাম টানতে পরবর্তী দুটি নির্বাচনি বিতর্কের নিয়মে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে আয়োজনকারী কমিশন। রিপাবলিকান ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মধ্যকার এই বিতর্কে শৃঙ্খলা ফেরাতে এসব বদল আনা হবে। সম্ভাব্য বদলের মধ্যে রয়েছে একজনের কথা বলার সময় অন্য জনের মাইক্রোফোন বন্ধ রাখা; যেন কেউ কারও বক্তব্যে বিঘ্ন ঘটাতে না পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ট্রাম্পের মুখে লাগাম টানতে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘নির্বাচনি বিতর্ক’

গত মঙ্গলবার রাতে প্রথম বিতর্কে মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এবারের নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।  অনুষ্ঠানে বাইডেনের কথা মধ্যে একাধিকবার বাধা দেন ট্রাম্প। দু’জনের বাকবিতণ্ডে উত্তপ্ত হয়ে ওঠে বিতর্কের মঞ্চ। এসময় শিষ্টাচারের সীমা ছাড়িয়ে একে অপরকে ব্যক্তিগত আক্রমণও করেন দুই নেতা। সিএনএন-এর বিশ্লেষণে এই বিতর্ককে ‘জাতীয় লজ্জার ঐতিহাসিক মুহূর্ত’ আখ্যা দেওয়া হয়েছে।   

সার্বিক বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক অনুষ্ঠানে নতুন নিয়ম আনতে যাচ্ছেন আয়োজকরা। এক্ষেত্রে, প্রতিদ্বন্দ্বীর বক্তব্যের সময় কেউ বাধা দিলে তার মাইক্রোফোন বন্ধ করে দেয়ার নিয়ম চালু হতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবারের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প বাইডেনের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিপরীতে, বাইডেন ট্রাম্পকে ভাঁড় বলে মন্তব্য করেছেন। এছাড়া, বক্তব্যের মধ্যে কথা বলায় একপর্যায়ে ধমক দিয়ে প্রেসিডেন্টকে চুপ করতে বলেছেন এ ডেমোক্র্যাট নেতা। বিতর্ক শান্তিপূর্ণভাবে পরিচালনায় ব্যর্থতার দায়ে সঞ্চালক ক্রিস ওয়ালেসের সমালোচনা করেছেন অনেকেই। যদিও তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিতর্কের আয়োজক কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেট (সিপিডি)।

এক বিবৃতিতে তারা বলেছে, ক্রিস ওয়ালেস গতরাতে যে পেশাদারিত্ব ও দক্ষতা দেখিয়েছেন তার জন্য কমিশন কৃতজ্ঞ। বাকি বিতর্কগুলোতে নিয়ম বজায় রাখতে অতিরিক্ত সরঞ্জাম নিশ্চিত করা হবে। আয়োজকরা জানিয়েছেন, মঙ্গলবারের বিতর্ক এটি পরিষ্কার করে দিয়েছে যে, বাকি বিতর্কগুলো আরও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা করতে বাড়তি উপাদান যোগ করতে হবে। সিপিডি পরিবর্তনীয় বিষয়গুলো বিবেচনা করছে এবং শিগগিরই সেগুলো চূড়ান্তের পর ঘোষণা করা হবে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, রাজনৈতিক দলগুলোকে নতুন নিয়মের বিষয়ে জানানো হবে। তবে এগুলো নিয়ে তাদের আলোচনা বা সমঝোতার কোনও সুযোগ থাকবে না। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা সংশ্লিষ্টরা ইতোমধ্যেই এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
সর্বশেষ খবর
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
বৃষ্টিতে ভোটার উপস্থিতি কম নোয়াখালীর সুবর্ণচরে
বৃষ্টিতে ভোটার উপস্থিতি কম নোয়াখালীর সুবর্ণচরে
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা