X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নাগরনো-কারাবাখের আঘদামে আজারবাইজানের সেনাদের প্রবেশ

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০২০, ১৯:৩৬আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৯:৪৪
image

যুদ্ধাবসানে রাশিয়ার মধ্যস্থতায় করা চুক্তির অংশ হিসেবে নাগরনো-কারাবাখের আঘদাম এলাকায় প্রবেশ করেছে আজারবাইজানের সেনাবাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এদিন তাদের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ওই এলাকায় প্রবেশ করে। প্রায় ৩০ বছর ধরে আর্মেনিয়ার বিদ্রোহী গোষ্ঠী এ এলাকা নিয়ন্ত্রণ করে আসছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নাগরনো-কারাবাখের আঘদামে আজারবাইজানের সেনাদের প্রবেশ

নাগরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে অবস্থিত হলেও ইয়েরেভান সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ১৯৮০-এর দশকের শেষদিকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৯৪ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সংঘর্ষে ৩০ হাজার মানুষ নিহত হয়। পরে ২০১৬ সালের শুরুতেও সংঘাতে জড়ায় দুই পক্ষ। নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়।

যুদ্ধাবসানে গত সপ্তাহে রাশিয়ার মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি হয়। চুক্তির অংশ হিসেবে সাম্প্রতিক সংঘাতে আজারবাইজানের দখলে যাওয়া এলাকার ১৫-২০ শতাংশ ফিরিয়ে দিতে রাজি হয় আর্মেনিয়া। এর মধ্যে ঐতিহাসিক শহর শুসাও রয়েছে। চুক্তি অনুযায়ী, নাগরনো-কারাবাখের যে তিন জেলাকে আর্মেনিয়ার হস্তান্তর করতে হচ্ছে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে আঘদাম।

এএফপির সাংবাদিককে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, আঘদাম ছেড়ে যাওয়ার আগে আর্মেনিয়ার সেনারা তাদের সদরদফতর ধ্বংস করে গেছে। হস্তান্তরের কয়েক ঘণ্টা আগেও সেখানকার বাসিন্দারা তাদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দিয়ে এলাকা ছেড়ে চলে গেছে।

আগামী ২৫ নভেম্বর কালবাজার এবং আগামী ১ ডিসেম্বর লাচিন জেলা হস্তান্তর করবে আর্মেনিয়া।

/এফইউ/
সম্পর্কিত
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
কিরগিজস্তানে কাজ দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা!
কিরগিজস্তানে কাজ দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা!
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া ৩৩ হাজার ১০৮ কোটি ৯৯ লাখ টাকা
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া ৩৩ হাজার ১০৮ কোটি ৯৯ লাখ টাকা
যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ সন্ত্রাসী নিহত
যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ সন্ত্রাসী নিহত
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট