X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

জেল থেকে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনা, নিহত ৫

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০২০, ২৩:২১আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২৩:২১
image

লেবাননের একটি জেল থেকে ৬৯ জন বন্দি পালিয়ে গেছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (আইএসএফ) জানিয়েছে, শনিবার রাজধানী বৈরুতের কাছের একটি জেল থেকে এসব বন্দি পালিয়ে যায়। তবে পালানোর জন্য বন্দিদের ব্যবহার করা একটি গাড়ি রাস্তার পাশে গাছে আঘাত করলে পাঁচ জন নিহত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কারাগারের বাইরে লেবাননের নিরাপত্তা বাহিনীর অবস্থান

রয়টার্সের খবরে বলা হয়েছে, যেখান থেকে বন্দিরা পালিয়েছে সেটি  বৈরুতের কাছের বাবদা জেলা কারাগারের অংশ হিসেবে ব্যবহার করা হতো। জেলটিতে বিচারাধীন আসামীদের রাখা হতো। তবে জেল থেকে বন্দিরা কিভাবে পালিয়ে যায় বিষয়ে আইএসএফ’র বিবৃতিতে কিছুই বলা হয়নি। এর আগে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, ভোরে কারাকক্ষের দরজা ভেঙে বন্দিরা পালিয়ে যায়।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আয়ুন এক টুইট বার্তায় জানিয়েছেন, জেল পালানোর ঘটনাটি তাকে অবহিত করেছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী। এছাড়া তল্লাশি অভিযান জোরালো করার পাশাপাশি ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আইএসএফ জানিয়েছে, ইতোমধ্যেই পালিয়ে যাওয়া ১৫ বন্দিকে আবারও গ্রেফতার করা হয়েছে আর অপর চার বন্দি স্বেচ্ছায় ফিরে এসেছে। আইএসএফ’র বিবৃতিতে বলা হয়েছে, পালিয়ে যাওয়া বন্দিদের ব্যবহৃত একটি গাড়িকে তারা ধাওয়া করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে আঘাত করলে পাঁচ জন নিহত হয়। ওই দুর্ঘটনায় আহত আরও এক বন্দিকে হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে তারা।

উল্লেখ্য, গত এপ্রিলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, লেবাননের কারাগারে দাঙ্গার ঘটনা ঘটছে। এছাড়া জনাকীর্ণ কারাগারে করোনাভাইরাস সংক্রমণের উদ্বেগ থেকে বন্দিদের মুক্তির দাবিতে স্বজনদের অবরোধ কর্মসূচি আয়োজনের কথাও জানানো হয়।

/জেজে/
সম্পর্কিত
চাপে পড়ে অস্ত্রভাণ্ডার সীমিত করার পথে হিজবুল্লাহ
ইসরায়েলি বেষ্টনীতে বন্দি পশ্চিম তীরের সিনজিল, যেন এক বিশাল কারাগার
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
সর্বশেষ খবর
মব সন্ত্রাস ছেড়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াতের
মব সন্ত্রাস ছেড়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াতের
‘মেসি ফুটবল খেলে খুশি’
‘মেসি ফুটবল খেলে খুশি’
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচতে চান দালাই লামা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচতে চান দালাই লামা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল