X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আমাদের নয়, পাঞ্জাবের কৃষকেরা দায়ী: হরিয়ানার মুখ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০২০, ১৮:১৩আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৮:১৩
image

রাজধানী দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে তীব্র বিরোধে জড়িয়েছেন ভারতের দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টার বিক্ষোভের জন্য দায়ী করছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে। কেন্দ্রীয় সরকার প্রণীত বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে হাজার হাজার কৃষকের এই বিক্ষোভে পাঞ্জাবের কৃষকেরা জড়িত বলে মন্তব্য করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। নিজ রাজ্যের কৃষকেরা এবং পুলিশ এই বিক্ষোভ নিয়ে সহনশীলতা প্রদর্শন করেছে বলেও দাবি করেন তিনি। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টার

সেপ্টেম্বরে ভারতে নতুন কৃষি আইন পাস হওয়ার পর থেকেই কৃষকরা বিক্ষুব্ধ। গত তিন দিন ধরে পাঞ্জাব ছাড়াও হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের হাজার হাজার কৃষক রাজধানী দিল্লির দিকে অগ্রসর হয়ে সীমান্তের কাছাকাছি পৌঁছেছেন। কৃষিনির্ভর দুই রাজ্য হরিয়ানা ও পাঞ্জাবে এই কৃষক আন্দোলন বেশি জোরালো। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া কৃষকদের ‘দিল্লি চলো’ আন্দোলন ঠেকানোর সহিংস প্রচেষ্টার জন্য সমালোচনার মুখে পড়েছেন হরিয়ানার মনোহার লাল খাট্টারের নেতৃত্বাধীন সরকার ও পুলিশ।

শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টার সাংবাদিকদের বলেন, ‘পাঞ্জাবের কৃষকেরা বিক্ষোভ করছে। হরিয়ানার কৃষকেরা বাইরে আছে। ধৈর্য্যধারণ করায় হরিয়ানার কৃষক এবং পুলিশদের ধন্যবাদ জানাই। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দায়ী এবং তিনিই এই বিক্ষোভে উস্কানি দিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বেয়ারারা এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে।’

এর একদিন আগে হরিয়ানা সীমান্তে কৃষকদের বাধা দেওয়ার ঘটনায় মনোহার লাল খাট্টারকে দায়ী করেন কংগ্রেস নেতা অমরিন্দর সিং। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাস্তায় পরিখা খুড়ে, টিয়ারগ্যাস আর জলকামান ব্যবহার করে কৃষকদের উস্কানি দিচ্ছে হরিয়ানা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে খাট্টারকে ট্যাগ করে তিনি লেখেন, ‘প্রায় দুই মাস ধরে কৃষকেরা শান্তিপূর্ণভাবে পাঞ্জাবে প্রতিবাদ করেছে... হরিয়ানার সরকার কেন বলপ্রয়োগ করে তাদের উস্কানি দিচ্ছে?’  খাট্টারের কাছে তিনি জানতে চান, ‘সরকারি মহাসড়ক ধরে শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার অধিকার কি কৃষকদের নেই?’

ওই পোস্টে পাল্টা জবাব দিয়ে মনোহার লাল খাট্টার লেখেন, ‘গত তিন দিন ধরে আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু আপনি যুক্ত হবেন না বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন- কৃষকদের ইস্যু আপনার কাছে কি এই রকম গুরুত্ববহ? আপনি কেবল টুইট করে চলেছেন আর আলোচনা থেকে দূরে থাকছেন। কেন?’

উল্লেখ্য, লোকসভার শেষ অধিবেশনে বিতর্কিত কৃষি বিল পাস করে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও বিলটি ধ্বনি ভোটে পাস করানো হয়। তার পর থেকেই ভারতের সব চেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক দুই রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানায় কৃষক বিক্ষোভ শুরু হয়। শীতে কার্যত কোনো ফসল বোঝাই ট্রাক পাঞ্জাব থেকে বের হতে দিচ্ছেন না কৃষকরা। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার নতুন আইন বলবৎ করে কৃষকদের স্বার্থে আঘাত করেছে। তবে সরকারের দাবি এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না।

/জেজে/
সম্পর্কিত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি