X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

আমাদের নয়, পাঞ্জাবের কৃষকেরা দায়ী: হরিয়ানার মুখ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০২০, ১৮:১৩আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৮:১৩
image

রাজধানী দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে তীব্র বিরোধে জড়িয়েছেন ভারতের দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টার বিক্ষোভের জন্য দায়ী করছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে। কেন্দ্রীয় সরকার প্রণীত বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে হাজার হাজার কৃষকের এই বিক্ষোভে পাঞ্জাবের কৃষকেরা জড়িত বলে মন্তব্য করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। নিজ রাজ্যের কৃষকেরা এবং পুলিশ এই বিক্ষোভ নিয়ে সহনশীলতা প্রদর্শন করেছে বলেও দাবি করেন তিনি। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টার

সেপ্টেম্বরে ভারতে নতুন কৃষি আইন পাস হওয়ার পর থেকেই কৃষকরা বিক্ষুব্ধ। গত তিন দিন ধরে পাঞ্জাব ছাড়াও হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের হাজার হাজার কৃষক রাজধানী দিল্লির দিকে অগ্রসর হয়ে সীমান্তের কাছাকাছি পৌঁছেছেন। কৃষিনির্ভর দুই রাজ্য হরিয়ানা ও পাঞ্জাবে এই কৃষক আন্দোলন বেশি জোরালো। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া কৃষকদের ‘দিল্লি চলো’ আন্দোলন ঠেকানোর সহিংস প্রচেষ্টার জন্য সমালোচনার মুখে পড়েছেন হরিয়ানার মনোহার লাল খাট্টারের নেতৃত্বাধীন সরকার ও পুলিশ।

শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টার সাংবাদিকদের বলেন, ‘পাঞ্জাবের কৃষকেরা বিক্ষোভ করছে। হরিয়ানার কৃষকেরা বাইরে আছে। ধৈর্য্যধারণ করায় হরিয়ানার কৃষক এবং পুলিশদের ধন্যবাদ জানাই। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দায়ী এবং তিনিই এই বিক্ষোভে উস্কানি দিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বেয়ারারা এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে।’

এর একদিন আগে হরিয়ানা সীমান্তে কৃষকদের বাধা দেওয়ার ঘটনায় মনোহার লাল খাট্টারকে দায়ী করেন কংগ্রেস নেতা অমরিন্দর সিং। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাস্তায় পরিখা খুড়ে, টিয়ারগ্যাস আর জলকামান ব্যবহার করে কৃষকদের উস্কানি দিচ্ছে হরিয়ানা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে খাট্টারকে ট্যাগ করে তিনি লেখেন, ‘প্রায় দুই মাস ধরে কৃষকেরা শান্তিপূর্ণভাবে পাঞ্জাবে প্রতিবাদ করেছে... হরিয়ানার সরকার কেন বলপ্রয়োগ করে তাদের উস্কানি দিচ্ছে?’  খাট্টারের কাছে তিনি জানতে চান, ‘সরকারি মহাসড়ক ধরে শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার অধিকার কি কৃষকদের নেই?’

ওই পোস্টে পাল্টা জবাব দিয়ে মনোহার লাল খাট্টার লেখেন, ‘গত তিন দিন ধরে আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু আপনি যুক্ত হবেন না বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন- কৃষকদের ইস্যু আপনার কাছে কি এই রকম গুরুত্ববহ? আপনি কেবল টুইট করে চলেছেন আর আলোচনা থেকে দূরে থাকছেন। কেন?’

উল্লেখ্য, লোকসভার শেষ অধিবেশনে বিতর্কিত কৃষি বিল পাস করে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও বিলটি ধ্বনি ভোটে পাস করানো হয়। তার পর থেকেই ভারতের সব চেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক দুই রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানায় কৃষক বিক্ষোভ শুরু হয়। শীতে কার্যত কোনো ফসল বোঝাই ট্রাক পাঞ্জাব থেকে বের হতে দিচ্ছেন না কৃষকরা। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার নতুন আইন বলবৎ করে কৃষকদের স্বার্থে আঘাত করেছে। তবে সরকারের দাবি এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না।

/জেজে/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
সর্বশেষ খবর
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বরগুনায় আবারও ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে আক্রান্ত ১০২
বরগুনায় আবারও ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে আক্রান্ত ১০২
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল