X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

টিকাপ্রাপ্ত ভিসাধারী বিদেশিদের প্রবেশের অনুমতি দেবে অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০২১, ১১:০৪আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১১:০৪

করোনাভাইরাসের পূর্ণাঙ্গ ডোজ টিকা নেওয়া ভিসাধারী বিদেশিদের প্রবেশের অনুমতি দেবে অস্ট্রেলিয়া। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এ তথ্য জানিয়েছেন। নতুন এই সিদ্ধান্ত আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কোভিড সংক্রমণ মোকাবিলায় ২০২০ সালের মে মাসে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। এরপর থেকে কেবল সীমিত সংখ্যক নাগরিক ও স্থায়ী বাসিন্দারাই মূলত দেশটিতে প্রবেশের অনুমতি পাচ্ছিলেন। কিন্তু ভিসাধারী বিদেশিদের অনুমতি মিলছিল না।

দুনিয়াজুড়ে সংক্রমণ কমে আসার বাস্তবতায় সম্প্রতি কোভিড সংক্রান্ত বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবেই অস্ট্রেলীয় নাগরিকদের বিদেশি পরিবারের সদস্যদের দেশটিতে প্রবেশের অনুমতি মিলে। তবে সেক্ষেত্রে ওই ব্যক্তির অনুমোদিত ভ্যাকসিনের পূর্ণ ডোজ নেওয়া থাকতে হবে।

পূর্ণ ডোজ টিকাগ্রহীতা বিদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও শরণার্থীদেরও দেশে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দিতে বিধি আরও শিথিলের ঘোষণা দিয়েছেন অসি প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, ‘দক্ষ কর্মী ও শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় প্রত্যাবর্তন আমাদের স্বাভাবিকতায় ফেরার পথে বড় ধরনের একটি মাইলফলক।’

বিদেশি শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার অর্থনীতিতে বছরে প্রায় ৩৫ বিলিয়ন ডলারের অবদান রাখে। ফলে তাদের প্রত্যাবর্তন শিক্ষা খাতের পাশাপাশি দেশটির অর্থনীতিকেও লাভবান করবে।

বিদেশি শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল অস্ট্রেলিয়ার অনেক বিশ্ববিদ্যালয় করোনাকালে সীমান্ত বন্ধ থাকায় ব্যাপক অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হয়। উদ্ভূত পরিস্থিতি শত শত কর্মী ছাঁটাইয়ে বাধ্য হয় বহু প্রতিষ্ঠান। সরকারের নতুন সিদ্ধান্ত এসব প্রতিষ্ঠানকেও লাভবান করবে। দক্ষিণ কোরিয়া ও জাপানের টিকাগ্রহীতা পর্যটকরাও আগামী ১ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি পাবে বলে জানান স্কট মরিসন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর হিসাব অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৯৯ হাজার ৬৫৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে এক হাজার ৯৪৮ জনের মৃত্যু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সর্বশেষ খবর
বেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
হলদিয়া রাবার বাগানবেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস