X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

৪৩ বছরের নির্জন কারাবাস

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৮
image

যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘমেয়াদী কয়েদী আলবার্ট উডফক্স ৪৩ বছর নির্জন কারাবাসের পর মুক্তি পেয়েছেন। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় নির্জন কারাবাসের নজির গড়লেন কৃষ্ণাঙ্গ নাগরিক।

১৯৭২ সালে লুইজিয়ানার সংশোধনাগারে দাঙ্গা বাধে। ওই সময় বন্দিদের হাতে খুন হন কারাগারের একজন রক্ষী। হত্যার দায়ে অভিযুক্ত হন রবার্ট হিলারি কিং, হার্মান ওয়াল্যাস এবং অ্যালবার্ট উডফক্স। অভিযোগ ওঠে, হত্যাকাণ্ডের সময় উডফক্স তাকে পেছন থেকে চেপে ধরে রাখেন। বাকি দুইজন লনমোয়ার ও ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন তাকে। এই তিন কয়েদি ওই ঘটনার পর থেকে পরিচিত হন 'অ্যাঙ্গোলা-৩' নামে।

কারাগারের প্রহরীকে হত্যা করার দায়ে ১৯৭২ সালে তাদের কারাদণ্ড হয়। উডফক্সের মুক্তির পক্ষে করা আপিলের আবেদন দুইবার খারিজ হয়ে যায়। তৃতীয়বারের আবেদনের প্রেক্ষাপটে মুক্তি পাচ্ছেন তিনি। বাকি দুই আসামী রবার্ট কিং ও হারমেন ওয়ালেস যথাক্রমে ২০০১ ও ২০১৩ সালে মুক্তি পান। 

আলবার্ট উডফক্স

শুক্রবার মুক্তি পাওয়ার পর তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমি তৃতীয়বার আবেদন করে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে চেষ্টা করেছি। আদালত আমার বয়স ও স্বাস্থ্যগত দিক বিবেচনা করে অভিযোগ কমিয়ে মামলাটিকে সমাপ্ত করে দিয়েছেন ও আমাকে মুক্তি দিয়েছেন।’

তিনি সংবাদমাধ্যমকে জানান, মুক্তি পেয়েই প্রথমে তিনি তার মায়ের সমাধিতে যেতে চান। তার মায়ের মৃত্যুর সময় তিনি কারাগারে ছিলেন। তাকে মায়ের শেষকৃত্যে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, উডফক্স এবং ওয়ালেস কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের সশস্ত্র সংগঠন ‘ব্ল্যাক প্যানথারে’র সদস্য ছিলেন।এই সংগঠনটি ১৯৬৬ সাল থেকে পুলিশের নৃশংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে আত্মরক্ষা ও অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছে।সূত্রঃ বিবিসি

/ইউআর/বিএ/      

সম্পর্কিত
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
সর্বশেষ খবর
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ