X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নবজাতক অপহরণের দায়ে নার্সকে দোষী সাব্যস্ত

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০১৬, ১৯:৩৪আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৯:৫৯

১৯৯৭ সালে ৩ দিন বয়সের এক শিশুকে অপহরণের ঘটনায় দক্ষিণ আফ্রিকার এক নারীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। পুলিশ বলছে, কেপ টাউনের একটি হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে যায় ওই নারী। 

গতবছর একটি স্কুলে একইরকম দেখতে দুই শিশুকে দেখে লোকজনের সন্দেহ হয়। এমনকি তাদের দুজনের জন্মদিনও মিলে যায়।

এ ঘটনায় এক শিশুর কথিত মা ৫১ বছরের ওই নারীকে গতবছর গ্রেফতার করা হয়। এরপর ডিএনএ টেস্টে জানা যায়, ওই দুই শিশু আসলে দুই বোন।

জিফানি নার্স নামের শিশুটিকে অপহরণের ঘটনায় আদালতে জামিন চাইলে আদালত ওই নারীর আবেদন খারিজ করে দেয়।

আদালত প্রাঙ্গনে জিফানি নার্স-এর মা-বাবা

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে ওই নার্সের সঙ্গেই থাকতেন জিফানি। শিশুটির প্রকৃত মা-বাবার বাসাও ছিল একই এলাকায়।

জিফানির বাবা আদালতকে জানান, বিষয়টি নিয়ে পুলিশের কাছে যাওয়ার আগে তিনি এর স্বপক্ষে প্রমাণ খুঁজে বের করতে এক মাস সময় নিয়েছিলেন। শেষ পর্যন্ত ডিএনএ টেস্টে তার প্রমাণ মিলেছে।

১৯৯৭ সালে দেশজুড়ে সন্ধান চালিয়েও জিফানির খোঁজ মেলেনি।

অভিযুক্ত ওই নারী জানান, গর্ভস্রাবের ফলে তিনি মনে করতেন তার বৈধভাবে একটা সন্তান দত্তক নেওয়া প্রয়োজন।

তার দাবি, একটি ব্যস্ত রেল স্টেশনের পাশে  সিলভিয়া নামের এক নারী তাকে নবজাতক শিশুটিকে দিয়েছিলেন। তবে তার দাবি অনুযায়ী ওই কথিত নারীকে খুঁজে পাওয়া  যায়নি।

এমনকি দত্তক নেওয়ার কাগজপত্রেও স্বাক্ষরের কথা জানান এ নারী। অবশ্য সেসব কাগজ এতোদিনে হারিয়ে গেছে বলে জানান তিনি।

মামলার রায়ে অভিযুক্ত ওই নারীর দাবি নাকচ করে দেন আদালত। বিচারক জন হোপ বলেন, অভিযুক্তের সব যুক্তি বানোয়াট। আদালত তার দাবি প্রত্যাখ্যান করছে।

রায়ের আগে অভিযুক্ত নারী বিবিসিকে বলেন, এক্ষেত্রে তিনি নিজেও ঘটনার শিকার। তার মতে, জিফানিকে গ্রহণের সময় তিনি প্রতারিত হয়েছেন। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
বৃষ্টি এবং প্রেম
বৃষ্টি এবং প্রেম
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?