X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে পরমাণু চুক্তি লঙ্ঘন করা হয়নি: ইরান

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০১৬, ২৩:৩৯আপডেট : ১০ মার্চ ২০১৬, ২৩:৪৫

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি লঙ্ঘন করা হয়নি। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবের বিরোধী নয়। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন জাবেরি আনসারি’র বরাত দিয়ে এ খবর প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত জিসিপিওএ সমঝোতা লঙ্ঘন তো করেইনি বরং এটি নিরাপত্তা পরিষদের গৃহীত ২২৩১ নম্বর প্রস্তাবেরও বিরোধী নয়।

এর আগে নিজের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে পরমাণু চুক্তি লঙ্ঘন করা হয়নি: ইরান

হুসেইন জাবেরি আনসারি বলেন, ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই পরমাণু বোমা বহনের উপযোগী করে তৈরি করা হয়নি। এগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত ২২৩১ নম্বর প্রস্তাবের বিরোধী নয়।

গত বছরের ২০ জুলাই গৃহীত ওই প্রস্তাবে পরমাণু বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি থেকে বিরত থাকতে ইরানের প্রতি আহবান জানানো হয়েছিল।

ইরান তার নিরাপত্তা এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে কোনও প্রকার আপোস করবে না বলেও মন্তব্য করেন জাবেরি। এছাড়া, নিজের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে পরমাণু চুক্তি লঙ্ঘন করা হয়নি: ইরান

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, মার্কিন পর্যালোচনায় এ খবরের সত্যতা পাওয়া গেলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে এবং এ ব্যাপারে যথাযথ প্রতিক্রিয়া চাওয়া হবে।

নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞার প্রচ্ছন্ন হুমকি দেন  মার্ক টোনার। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির হুমকি মোকাবিলায় আমরা একতরফা ব্যবস্থা নেবো।

২০১৫ সালের অক্টোবরে মধ্যম পাল্লার ইমাদ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ইরান। এর প্রেক্ষিতে দুই মাস আগে দেশটির কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতির মধ্যেই এবার পরপর দুদিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল তেহরান।

নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আইআরজিসির উপ-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেন, ‘নিষেধাজ্ঞার কারণেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। নিষেধাজ্ঞা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়ক ভূমিকা পালন করেছে।’

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে পরমাণু চুক্তি লঙ্ঘন করা হয়নি: ইরান

এদিকে ইরানের আঞ্চলিক মিত্র লেবাননের শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহ বলেছে, নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নকে বন্ধ করা যাবে না।

মঙ্গলবারের মহড়ায় ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)’র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি। তিনি বলেন, যারাই ইরানের সঙ্গে শত্রুতা করবে তারাই স্বাভাবিকভাবে এসব ক্ষেপণাস্ত্রের ভয়ের মধ্যে পড়বে।

আইআরজিসি’র ওয়েবসাইটে বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরার লক্ষ্যে এ পরীক্ষা চালানো হয়েছে। এছাড়া ইসলামি বিপ্লব, শাসনব্যবস্থা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনও হুমকির জবাব দিতে ইরানের ক্ষমতাও এর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে।

/এমপি/

সম্পর্কিত
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বশেষ খবর
করবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকরবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
উপাচার্য-শিক্ষক দ্বন্দ্বের যাঁতাকলে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
উপাচার্য-শিক্ষক দ্বন্দ্বের যাঁতাকলে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার
চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট