X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

জেন জি’র মধ্যে উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা বেশি  

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৪

জেন জি-দের মধ্যে উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা বেশি। যুক্তরাজ্যভিত্তিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘সানটান্ডার ইউকে’র করা এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সানটান্ডার ইউকের সিইও মাইক রেইনার বলেছেন, ‘ডিজিটাল জগতে দক্ষ জেন জি-দের উদ্যোক্তা হওয়ার চমৎকার মনোভাব রয়েছে। এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু লক্ষ্যে পৌঁছাতে কেবল বয়সটাই একমাত্র যোগ্যতা নয়। উদ্যোক্তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কৌতূহল ও অর্থবহ কিছু তৈরি করার তীব্র আকাঙ্ক্ষা। কিছু মানুষের মধ্যে এসব বৈশিষ্ট্য অল্প বয়সেই গড়ে ওঠে। কারও মধ্যে আবার একটি বেশি বয়সে নিজের ব্যবসা প্রতিষ্ঠার ইচ্ছা জাগ্রত হয়।’

দু’হাজার মানুষের ওপর করা এই জরিপে দেখা যায়, জেন জি ও মিলেনিয়ালদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা সবচেয়ে বেশি। আর জেন জির মধ্যে প্রথাগত ৯টা-৫টা চাকরিজীবনে জড়ানোর ইচ্ছা নেই। তাদের তিন-চতুর্থাংশই নিজের ব্যবসা প্রতিষ্ঠা করতে আগ্রহী। এরমধ্যে ৭৭ শতাংশই ব্যবসায় সফল হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। আর ৩৯ শতাংশ মনে করে স্মার্টফোন ব্যবহার করেই তারা উদ্যোক্তা হতে পারবে।

জরিপে অংশগ্রহণকারী অর্ধেকেরই অভিমত, ডিজিটাল যুগে বেড়ে ওঠার কারণে উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার সম্ভাবনা জেন জি ও মিলেনিয়ালদের মধ্যে বেশি। আগের প্রজন্মের সদস্যদের এ বিষয়ে বক্তব্য, তাদের সময়ে সুযোগ সীমিত থাকায় প্রথাগত শিক্ষাব্যবস্থা ও চাকরিতেই তাদের প্রবেশ করতে হয়েছে।

চলতি বছর সানটান্ডারের কাছে সম্মাননার জন্য ৮শ’ ৫০ এর বেশি উদ্যোক্তা আবেদন করেছেন। এর দুই তৃতীয়াংশের প্রতিষ্ঠাতা জেন জি সদস্য।  

/এসকে/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শিগগিরই
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
সর্বশেষ খবর
হামজা বাংলাদেশের হয়ে খেলছে, আমি কেন পারবো না: সামিত সোম 
হামজা বাংলাদেশের হয়ে খেলছে, আমি কেন পারবো না: সামিত সোম 
সাতক্ষীরা সদর হাসপাতালে ভাঙচুর, নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি
সাতক্ষীরা সদর হাসপাতালে ভাঙচুর, নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি
এক ট্রাক অপরিপক্ব আম ধ্বংস করলো সাতক্ষীরা জেলা প্রশাসন
এক ট্রাক অপরিপক্ব আম ধ্বংস করলো সাতক্ষীরা জেলা প্রশাসন
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’