X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

ভারতে ট্রেন দুর্ঘটনায় ১২ বগি লাইনচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১১:৫৯আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১১:৫৯

ভারতের তামিলনাড়ুতে দুই ট্রেনের সংঘর্ষে ১২টি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) একটি যাত্রীবাহী ট্রেন একটি স্থির মালবাহী ট্রেনে রাত ৮টা ৩০মিনিটে ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে আঘাত হানলে তিরুভাল্লুর জেলায় এই দুর্ঘটনা হয়। এখন পর্যন্ত ১৯ জন দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।

তিরুভাল্লুর জেলা কালেক্টর ড টি প্রভুশঙ্কর জানিয়েছেন, ট্রেনে ১ হাজার ৩৬০ জন যাত্রী ছিলেন। আহত ১৯ ব্যক্তির মধ্যে চারজনের আঘাত বেশ গুরুতর। আহত সবাইকে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার সঠিক কারণ জানতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন রেলওয়ে সেফটি কমিশনার, অনন্ত মধুকর চৌধুরি।

দক্ষিণাঞ্চলীয় রেলওয়ের জেনারেল ম্যানেজার আর এন সিং, দুর্ঘটনা সম্পর্কে বলেছেন, ‘ট্রেনটি গুদুরের উদ্দেশ্যে যাত্রা করছিল। গুদুরগামী একটি মালবাহী ট্রেন স্টেশনে লুপ লাইনে ছিল। যাত্রীবাহী ট্রেনটি মূল লাইন ধরে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু যথাযথ নির্দেশনা থাকা সত্ত্বেও সেটি লুপ লাইনে ঢুকে পড়ে এবং মালগাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে।’

এই ঘটনার পর বেশ কিছু ট্রেনের সময়সূচি বা গতিপথ পরিবর্তন করা হয়। কিছু ট্রেনের যাত্রা স্থগিতও করা হয়।

১২ অক্টোবর নির্ধারিত সূচির ১৮টি ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে।

দুর্ঘটনার কারণ নির্ণয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘সরকার দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ সম্পন্ন করছে। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য যাত্রীদের জন্য খাবার ও পানি জোগাড়ে নিয়োজিত রয়েছে পৃথক একটি দল। তাদের বাড়ি ফেরার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বগি সরিয়ে নিতে দমকলকর্মীরা কাজ করছেন। পুরো কর্মতৎপরতা আমি নিজে পর্যবেক্ষণ করছি।’

কর্মকর্তারা বলেছেন, উদ্ধারকাজ সম্পন্ন হতে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। অর্থাৎ শনিবার সন্ধ্যা নাগাদ ওই পথে রেল পরিষেবা পুনরায় চালু হতে পারে।  

/এসকে/
সম্পর্কিত
অনুসন্ধানে পুলিৎজার জিতলো রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস পেলো চারটি পুরস্কার
সামরিক বাহিনীর শীর্ষ পদগুলো কমানোর সিদ্ধান্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
কাশ্মীরে হামলা৭১ সালের পর প্রথম ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ
সর্বশেষ খবর
খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে নেতাকর্মীদের আসা ঠেকানো যায়নি
খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে নেতাকর্মীদের আসা ঠেকানো যায়নি
তামাক পণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবি
তামাক পণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবি
প্রতিদিন আনলিমিটেড মোজো উপভোগের সুযোগ
প্রতিদিন আনলিমিটেড মোজো উপভোগের সুযোগ
ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া
ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের আর্থিক অনিয়মের চিত্র
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের আর্থিক অনিয়মের চিত্র