যুক্তরাষ্ট্রে নগর পরিষদের নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ৬৪ বছর বয়সী ইয়াওনিং ‘মাইক’ সান, দুই বছর আগে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার একটি নগর পরিষদে নির্বাচিত এক রাজনীতিকের প্রচার ব্যবস্থাপক হিসেবে কাজ করেছিলেন। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।
সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার জেলা আদালতে মঙ্গলবার দায়েরকৃত অভিযোগপত্র অনুযায়ী, চীনের হয়ে গোপনে কাজ করার ষড়যন্ত্র করেছেন সান। এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন ৭১ বছর বয়সী চেন জুন। চীনের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার দায়ে গত মাসে চেনকে এক বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চেন স্বীকার করেছেন যে, তিনি চীনের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তাদের ঘুষ দিয়ে ফালুন গং নামক চীনবিরোধী আধ্যাত্মিক গোষ্ঠীর কার্যক্রম বন্ধ করার চেষ্টা করেছিলেন। একইসঙ্গে তিনি স্থানীয় নির্বাচনে প্রভাব বিস্তারে সহযোগিতা করেছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
সানের পক্ষে কথা বলার জন্য কোনও আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল কিনা, তা এই প্রতিবেদন তৈরি হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালে সানকে চীনা কর্মকর্তাদের জন্য একটি প্রতিবেদন তৈরি করতে বলেন চেন। স্থানীয় রাজনীতিককে নির্বাচিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা বর্ণনা করা হয়েছিল ওই প্রতিবেদনে। নির্বাচিত ওই ব্যক্তিকে 'নতুন রাজনৈতিক তারকা' হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রে চীনপন্থি কার্যক্রম পরিচালনার জন্য আরও ৮০হাজার মার্কিন ডলার তহবিল চাওয়া হয়েছিল।
এছাড়া, ওই কাউন্সিল সদস্যের পরিচিত অন্যান্য মার্কিন রাজনীতিবিদদের তালিকা তৈরি করতে বলেন চেন। চীনে ওই ব্যক্তির স্ট্যাটাস উন্নীতকরণের বিষয়েও বিবেচনা করছিলেন তারা।
সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি মার্টিন এস্ট্রাডা ফোনে সাংবাদিকদের বলেছেন, চীনা সরকার যুক্তরাষ্ট্রের বিদেশ ও অভ্যন্তরীণ নীতিতে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। সেই লক্ষ্যে তাদের প্রতি সহানুভূতিশীল প্রার্থীদের নির্বাচনে সাহায্য করছে। বিষয়টি উদ্বেগজনক।
সিটি কাউন্সিলের ওই রাজনীতিকের নাম আদালতের নথিতে উল্লেখ করা হয়নি। তবে রেকর্ড অনুসারে, সান ২০২২ সালে আরকেডিয়া সিটি কাউন্সিলের প্রার্থী এইলীন ওয়াংয়ের প্রচারণা শিবিরের কোষাধ্যক্ষ ছিলেন।
একটি টিউটরিং সেবাদানকারী প্রতিষ্ঠান পরিচালনা করতেন এইলীন ওয়াং। এছাড়া স্থানীয় বিভিন্ন কমিউনিটি গ্রুপে সক্রিয় ছিলেন। এ বিষয়ে মন্তব্য জানার জন্য ওয়াংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।