X
শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

গাজার হাসপাতালে হামলা বন্ধে ইসরায়েলকে ডব্লিউএইচও প্রধানের আহ্বান 

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান। গত কয়েকদিনে একটি হাসপাতালে ইসরায়েলি হামলা ও আরেকটিতে অভিযান চালানোর প্রেক্ষাপটে সোমবার (৩০ ডিসেম্বর) এই কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ডব্লিউএইচও'র মহাসচিব তেদরোস আধানোম ঘেব্রেইসাস বলেছেন, গাজার হাসপাতালগুলো আবারও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে রয়েছে। 

তিনি আরও বলেন, 'আবারও বলছি, হাসপাতালে হামলা চালানো বন্ধ করতে হবে। গাজাবাসীদের স্বাস্থ্যসেবা পাওয়া অত্যন্ত প্রয়োজন। এছাড়া, স্বাস্থ্যকর্মীদের প্রয়োজন সেবা পৌঁছে দেওয়ার সুযোগ। তাই, তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি করতে হবে।' 

রবিবার গাজার আল ওয়াফা হাসপাতালে ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল তারা।

এছাড়া, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, কামাল আদওয়ান হাসপাতালে শুক্রবার অভিযান চালিয়ে স্বাস্থ্য কর্মী ও হাসপাতালের পরিচালক হুসসাম আবু সাফিয়াসহ অন্তত ২৪০ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। 

হাসপাতালটি হামাসের একটি কমান্ড সেন্টার ছিল বলে দাবি করেছে ইসরায়েল। সশস্ত্র গোষ্ঠীটির সন্দেহভাজন সদস্য হিসেবে সেখান থেকে অনেককে আটক করা হয়েছে। আর পরিচালক আবু সাফিয়াকে হামাস সদস্য সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।  

তেদরোস বলেছেন, ডব্লিউএইচও এবং তাদের অংশীদাররা গাজার হাসপাতালে মেডিক্যাল সাপ্লাই, খাবার ও পানি সরবরাহ করেছে। এছাড়া, আল শিফা হাসপাতালে গুরুতর অসুস্থ ১০ জনকে স্থানান্তর করা হয় যাদের চারজনকেই আটক করা হয়েছে। 

তিনি বলেছেন, গাজাবাসীর স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিতকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসরায়েলকে আহ্বান করা যাচ্ছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, প্রায় ১৪ মাসের ইসরায়েলি আগ্রাসনে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ আট হাজারের বেশি আহত হয়েছেন।

/এসকে/
সম্পর্কিত
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টায় হাজারও দমকলকর্মী
ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩
সর্বশেষ খবর
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টায় হাজারও দমকলকর্মী
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টায় হাজারও দমকলকর্মী
আজও রশি টেনে ডিঙিতে পারাপার, ভোগান্তিতে বাঙালি নদীপারের মানুষ
আজও রশি টেনে ডিঙিতে পারাপার, ভোগান্তিতে বাঙালি নদীপারের মানুষ
রংপুরকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে গায়ানা
রংপুরকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে গায়ানা
ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত
ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত
সর্বাধিক পঠিত
জামায়াতের সম্মেলনকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীদের জন্য প্রশাসনের নির্দেশনা
জামায়াতের সম্মেলনকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীদের জন্য প্রশাসনের নির্দেশনা
সমাবেশের জন্য বিশেষ ট্রেন নিয়ে সমালোচনা: ব্যাখ্যা দিলো রেল কর্তৃপক্ষ
সমাবেশের জন্য বিশেষ ট্রেন নিয়ে সমালোচনা: ব্যাখ্যা দিলো রেল কর্তৃপক্ষ
দেশের জন্য সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে: বাণিজ্য উপদেষ্টা
দেশের জন্য সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে: বাণিজ্য উপদেষ্টা
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
হাইকোর্টে বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো নেওয়া হলো ভাইভা
হাইকোর্টে বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো নেওয়া হলো ভাইভা