X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

গাজার হাসপাতালে হামলা বন্ধে ইসরায়েলকে ডব্লিউএইচও প্রধানের আহ্বান 

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান। গত কয়েকদিনে একটি হাসপাতালে ইসরায়েলি হামলা ও আরেকটিতে অভিযান চালানোর প্রেক্ষাপটে সোমবার (৩০ ডিসেম্বর) এই কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ডব্লিউএইচও'র মহাসচিব তেদরোস আধানোম ঘেব্রেইসাস বলেছেন, গাজার হাসপাতালগুলো আবারও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে রয়েছে। 

তিনি আরও বলেন, 'আবারও বলছি, হাসপাতালে হামলা চালানো বন্ধ করতে হবে। গাজাবাসীদের স্বাস্থ্যসেবা পাওয়া অত্যন্ত প্রয়োজন। এছাড়া, স্বাস্থ্যকর্মীদের প্রয়োজন সেবা পৌঁছে দেওয়ার সুযোগ। তাই, তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি করতে হবে।' 

রবিবার গাজার আল ওয়াফা হাসপাতালে ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল তারা।

এছাড়া, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, কামাল আদওয়ান হাসপাতালে শুক্রবার অভিযান চালিয়ে স্বাস্থ্য কর্মী ও হাসপাতালের পরিচালক হুসসাম আবু সাফিয়াসহ অন্তত ২৪০ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। 

হাসপাতালটি হামাসের একটি কমান্ড সেন্টার ছিল বলে দাবি করেছে ইসরায়েল। সশস্ত্র গোষ্ঠীটির সন্দেহভাজন সদস্য হিসেবে সেখান থেকে অনেককে আটক করা হয়েছে। আর পরিচালক আবু সাফিয়াকে হামাস সদস্য সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।  

তেদরোস বলেছেন, ডব্লিউএইচও এবং তাদের অংশীদাররা গাজার হাসপাতালে মেডিক্যাল সাপ্লাই, খাবার ও পানি সরবরাহ করেছে। এছাড়া, আল শিফা হাসপাতালে গুরুতর অসুস্থ ১০ জনকে স্থানান্তর করা হয় যাদের চারজনকেই আটক করা হয়েছে। 

তিনি বলেছেন, গাজাবাসীর স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিতকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসরায়েলকে আহ্বান করা যাচ্ছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, প্রায় ১৪ মাসের ইসরায়েলি আগ্রাসনে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ আট হাজারের বেশি আহত হয়েছেন।

/এসকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি হেফাজত আমিরের
নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি হেফাজত আমিরের
খালেদা জিয়ার ঢাকায় ফেরা: নেতাকর্মীদের উপস্থিতি সামলানোর চিন্তায় বিএনপি
খালেদা জিয়ার ঢাকায় ফেরা: নেতাকর্মীদের উপস্থিতি সামলানোর চিন্তায় বিএনপি
জেলের জালে অর্ধলক্ষ টাকা দামের কাতল
জেলের জালে অর্ধলক্ষ টাকা দামের কাতল
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’