X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

ফ‍্যাক্টচেক বাতিল: ফেসবুকের রাজনৈতিক কৌশল নাকি অবস্থানের পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৫, ১৪:২১আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৪:২১

সরকার ও ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমগুলো মানুষের ওপর সেন্সরশিপ চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে মঙ্গলবার (৭ জানুয়ারি) ফেসবুকে ফ্যাক্টচেকিং বাতিল করে প্ল্যাটফর্মটিকে তাদের শিকড়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি। তবে জাকারবার্গের এই পদক্ষেপ নিয়ে নানা মুনির নানা মত দেখা দিচ্ছে। কেউ একে দেখছেন রাজনৈতিক কৌশল হিসেবে। আবার কারও মনে হচ্ছে, আসলেই মতাদর্শ পরিবর্তন করেছেন জাকারবার্গ। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফেসবুকের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা না থাকার অভিযোগ বরাবরই করে আসছেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আনুষ্ঠানিক অভিষেকের কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে ফেসবুক প্ল্যাটফর্মে ফ্যাক্ট চেকিং বন্ধ করে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে একটি ভিডিও বার্তায় ঘোষণা দেন জাকারবার্গ। এই আকস্মিক ঘোষণা অনেককেই অবাক করেছে। তবে তিনি অতীতেও রাজনৈতিক প্রভাব ঠেকাতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন।

প্রযুক্তি বিশেষজ্ঞ ক্যারোলিনা মিলানেসি বলেছেন, এটি রাজার প্রতি আনুগত্য প্রকাশ। ট্রাম্পের বিষোদ্‌গার এড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

আরেক ধনকুবের ও জাকারবার্গের প্রতিদ্বন্দ্বী, টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন মাস্কের মতোই নিজের অবস্থান পরিবর্তন করলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। জলবায়ু ইস্যুতে এতদিনের ডেমোক্র্যাট সমর্থক মাস্ক এবার ট্রাম্পের প্রচারণায় উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। অনেকের অভিমত, ট্রাম্পের কাছ থেকে এককভাবে সব সুবিধা বাগিয়ে নেবেন মাস্ক- এই আশঙ্কায় নিজের অবস্থান পরিবর্তন করছেন জাকারবার্গ।

সেইন্ট জনসন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক কেইট ক্লোনিক বলেছেন, এটি প্রযুক্তি খাতের ধনকুবেরদের এক ধরনের মৈত্রী, যেখানে তারা সেন্সরশিপের ধারণায় মদত দিচ্ছেন।

ইউনিভার্সিটি অব ফ্লোরিডার অধ্যাপক অ্যান্ড্রু সেলাপাক বলেছেন, এটি সম্ভবত ধনকুবেরদের মধ্যে ঈর্ষার থেকে নেওয়া একটি সিদ্ধান্ত। তবে ফ্যাক্টচেকিং বাতিলে কৌশলের চেয়ে জাকারবার্গের সত্যিকারের কোনও পরিবর্তন হয়েছে বলেই মনে করেন তিনি।  

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অনেক বিষয়েই মাস্ক ও জাকারবার্গ দুজনই একে অন্যের চরম প্রতিদ্বন্দ্বী। 

/এসকে/
সম্পর্কিত
নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপগাজায় যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ সেনাদের প্রতিবাদ
এরদোয়ানকে অপমানের অভিযোগে তুরস্কে সুইডিশ সাংবাদিকের কারাদণ্ড
পহেলগামে হামলাকাশ্মীর নিয়ে পাকিস্তানি সেনাপ্রধানের পুরনো বক্তব্যে ভারতে ক্ষোভ
সর্বশেষ খবর
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট