X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ২৩:৩৬আপডেট : ০৫ মার্চ ২০২৫, ২৩:৩৬

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে (জিটিআই) তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার (৫ মার্চ) প্রকাশিত ২০২৫ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ৩৫তম, যা গত বছরের চেয়ে তিন ধাপ উন্নতি। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৩২তম। সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাব কমে যাওয়ায় বাংলাদেশের এই অগ্রগতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালের সূচকে বাংলাদেশের স্কোর তিন দশমিক শূন্য তিন (৩.০৩)। শূন্য থেকে ১০ স্কোরের এই সূচকে শূন্য স্কোর পাওয়ার অর্থ হলো দেশটিতে সন্ত্রাসবাদের কোনও প্রভাব নেই। অন্যদিকে, ১০ স্কোর পাওয়ার অর্থ হলো সন্ত্রাসবাদের সর্বোচ্চ প্রভাব রয়েছে। বাংলাদেশের স্কোর আগের বছরের তুলনায় কিছুটা কমেছে, যা দেশটিতে সন্ত্রাসবাদের প্রভাব হ্রাসের ইঙ্গিত দেয়।

আইইপির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রভাব কম। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের মতো দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে ভালো। দক্ষিণ এশিয়ার মধ্যে সন্ত্রাসবাদের সবচেয়ে খারাপ অবস্থান পাকিস্তানের, দেশটির স্কোর ৮.৩৭৪। পাকিস্তানের পরই রয়েছে আফগানিস্তান (স্কোর ৭.২৬২) এবং ভারত (স্কোর ৬.৪১১)।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটান ও শ্রীলঙ্কা সন্ত্রাসবাদের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। গত পাঁচ বছরে এই দুই দেশে কোনও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি। এছাড়া নেপালও সন্ত্রাসবাদের প্রভাবে তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে।

বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের প্রভাব এখনও উদ্বেগজনক। আইইপির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের ৬৬টি দেশে অন্তত একটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যা আগের বছরের চেয়ে বেশি। গত সাত বছরের মধ্যে প্রথমবারের মতো সন্ত্রাসবাদের অবনতি ঘটেছে ৪৫টি দেশে, যেখানে উন্নতি হয়েছে মাত্র ৩৪টি দেশে।

২০২৫ সালের সূচকে সন্ত্রাসবাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে বুরকিনা ফাসো। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের কারণে যত প্রাণহানি ঘটেছে, তার এক-পঞ্চমাংশই এই দেশে ঘটেছে। এরপরই রয়েছে পাকিস্তান ও সিরিয়া।

আইইপি সতর্ক করে বলেছে, সন্ত্রাসবাদ এখনও বৈশ্বিক হুমকি হিসেবে রয়ে গেছে। গত বছর বিশ্বে চারটি প্রাণঘাতী সন্ত্রাসী গোষ্ঠী তাদের সহিংসতা তীব্র করেছে, যার ফলে প্রাণহানির সংখ্যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়া গত এক দশক ধরে সন্ত্রাসবাদের শীর্ষ অঞ্চল হিসেবে চিহ্নিত হলেও এই অঞ্চলের বেশিরভাগ দেশেই উন্নতি হয়েছে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সন্ত্রাসী কর্মকাণ্ড হ্রাস পাওয়ায় দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্কোর কিছুটা উন্নত হয়েছে।

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০১২ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলার ঘটনা, হামলায় নিহত ও আহতের সংখ্যা এবং সন্ত্রাসীদের হাতে জিম্মি হওয়ার পরিসংখ্যানের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়।

 

/এএ/
সম্পর্কিত
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে