X
শুক্রবার, ১৩ জুন ২০২৫
৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

১৫৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৫, ১১:০৭আপডেট : ২৩ মে ২০২৫, ১১:০৭

ইউক্রেনের ১৫৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ বিমানবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, বৃহস্পতিবার (২২ মে) রাশিয়ায় হামলার উদ্দেশ্যে ড্রোনগুলো পাঠিয়েছিল কিয়েভ, যার অন্তত ২০টি ছিল মস্কো অভিমুখী। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রুশ ভূখণ্ডের আকাশসীমায় স্থানীয় সময় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মোট ১৫৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। আগেরদিন, তিন শতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছিল মস্কো।

মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন জানিয়েছেন, সন্ধ্যার দিকে মস্কো ও পার্শ্ববর্তী এলাকার আকাশসীমায় ১৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। 
পরিস্থিতি বিবেচনায় মস্কোর দোমোদেদোভো, ভনুকোভো এবং ঝুকোভস্কি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নরের দাবি, ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় লগভ শহরে ১৬ জন আহত হয়েছে।

ইউক্রেনের দখলকৃত জাপোরিজ্জিয়া অঞ্চলের মস্কো কর্তৃক নিয়োগপ্রাপ্ত গভর্নর বলেন, সেখানে ইউক্রেনের এক হামলায় এক নারী নিহত ও চার শিশু আহত হয়েছে।

পৃথক এক ঘটনায় রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভোস্ক অঞ্চলের পোকরোভ শহরে ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে দুইটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লঞ্চার ও একটি রাডার ধ্বংস হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী এই অঞ্চলে হামলার বিষয়টি নিশ্চিত করলেও অস্ত্রের ধরন উল্লেখ করেনি।

তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানের জন্য ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, দু পক্ষের মতবিরোধের কারণে যুদ্ধের সহসা সমাপ্তির কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

ইউক্রেনের দাবি, শান্তি প্রতিষ্ঠার প্রাথমিক শর্ত হচ্ছে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা। আর রাশিয়া বলছে, তাদের নির্দিষ্ট কিছু দাবি আগে পূরণ হলে আলোচনার অগ্রগতি সম্ভব হবে।

/এসকে/
সম্পর্কিত
ইরানে এখনও হামলা চালাচ্ছে ইসরায়েল: আইডিএফ
চুক্তি করো, না হলে আরও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
ইসরায়েলি হামলায় ৬ পরমাণু বিজ্ঞানী নিহত, নিশ্চিত করলো ইরান
সর্বশেষ খবর
দুই উপজেলায় ১৪৪ ধারা
দুই উপজেলায় ১৪৪ ধারা
তাদের প্রেমময় ফটোশুট, সঙ্গী আইফেল টাওয়ার!
তাদের প্রেমময় ফটোশুট, সঙ্গী আইফেল টাওয়ার!
পুলিশ পরিদর্শকের ওপর হামলা-ডাকাতি: ৬ জন রিমান্ডে
পুলিশ পরিদর্শকের ওপর হামলা-ডাকাতি: ৬ জন রিমান্ডে
ইরানে এখনও হামলা চালাচ্ছে ইসরায়েল: আইডিএফ
ইরানে এখনও হামলা চালাচ্ছে ইসরায়েল: আইডিএফ
সর্বাধিক পঠিত
নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ
নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ড. ইউনূস: বিবিসি
টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ড. ইউনূস: বিবিসি
ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার বৈশ্বিক প্রতিক্রিয়া
ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার বৈশ্বিক প্রতিক্রিয়া
আলাপের আগে যে আলাপ হলো ড. ইউনূস-তারেকের মাঝে
আলাপের আগে যে আলাপ হলো ড. ইউনূস-তারেকের মাঝে