X
শুক্রবার, ৩০ মে ২০২৫
১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্রিটিশ রাজনীতিতে কি নিয়ন্ত্রণ নিচ্ছেন নাইজেল ফারাজ?

মুন‌জের আহমদ চৌধুরী,লন্ডন
২৮ মে ২০২৫, ১৬:১১আপডেট : ২৮ মে ২০২৫, ১৬:১১

ইউরোপের অন্যান্য দেশের মতো এবার ব্রিটেনেও দেখা দিয়েছে কট্টর ডানপন্থা ও অভিবাসনবিরোধী রাজনীতির উত্থান। আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্রিটিশ রাজনীতিবিদ নাইজেল ফারাজ, যিনি রিফর্ম ইউকে দলের পক্ষে একটি নতুন রাজনৈতিক কৌশল প্রকাশ করেছেন, যা অনেকের মতে ব্রিটেনের প্রচলিত দ্বিদলীয় ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এক সুপরিকল্পিত প্রচেষ্টা।

ফারাজের প্রস্তাবের মধ্যে রয়েছে দুই সন্তানের কল্যাণভাতা সীমা বাতিল এবং পেনশনভোগীদের জন্য শীতকালীন জ্বালানি সহায়তা ফিরিয়ে আনা। এই পরিকল্পনাগুলো আপাতদৃষ্টিতে বামঘেঁষা মনে হলেও বিশ্লেষকদের মতে, এটি মূলত লেবার ও কনজারভেটিভ—উভয় দলের দুর্বলতাকে কাজে লাগিয়ে রিফর্ম ইউকে-কে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসার একটি কৌশল।

সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে ফারাজ নিজের প্রত্যাবর্তনের ঘোষণা দেন। সমালোচকরা বলছেন, এটি এক ধরনের জনতুষ্টিমূলক কৌশল। যদিও তিনি নিজেকে কখনোই জনতুষ্টিবাদী রাজনীতিক বলে মনে করেন না। তিনি একদিকে ‘সামাজিক সুরক্ষার’ পক্ষে কথা বলে বামপন্থী অবস্থান নেন, আবার অন্যদিকে এই সুবিধা শুধু ‘ব্রিটিশ পরিবার’–এ সীমিত রাখার কথা বলে অভিবাসনবিরোধী অবস্থান স্পষ্ট করেন। জন্মহার বৃদ্ধির পক্ষে ও অভ্যন্তরীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার এই মিশ্র বার্তা তার রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এই প্রস্তাবগুলো লেবার পার্টির জন্য চাপ তৈরি করছে। দুই সন্তানের বেনিফিট ক্যাপ নিয়ে দলের ভেতরে দ্বিধা চলছিল অনেকদিন ধরেই। তারা প্রকাশ্যে এর বিরোধিতা করলেও অর্থনৈতিক কারণে সুবিধাটি বাতিল করতে দ্বিধান্বিত ছিলেন। শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন জানিয়েছেন, সরকার বিষয়টি বিবেচনা করছে। অন্যদিকে, কনজারভেটিভ দল যারা ২০১৭ সালে দুই সন্তানের সীমা প্রবর্তন করেছিল, তারাও চাপে পড়েছে। ফারাজের প্রস্তাব তাদের দীর্ঘদিনের ‘ন্যায্য ও সঠিক’ নীতিকে চ্যালেঞ্জ জানায়।

রিফর্ম ইউকে কি ব্রিটেনের রাজনীতিতে গেম-চেঞ্জার হতে পারে?

২০২৫ সালের এপ্রিলের এক জরিপ অনুযায়ী, রিফর্ম ইউকে আগামী সাধারণ নির্বাচনে ১৮০টি আসন পেতে পারে, যেখানে লেবার ও কনজারভেটিভ উভয় দলের জন্যই ১৬৫টি আসনের পূর্বাভাস রয়েছে। সেটা সত্যি হলে, ব্রিটেনের সবচেয়ে বড় দল হিসেবে প্রতিষ্ঠিত হবে রিফর্ম ইউকে। 

২০২৪ সালের নির্বাচনে মাত্র ৫টি আসন পাওয়া রিফর্ম ইউকে–র জন্য এটি এক বিশাল অগ্রগতির সম্ভাবনা। ইপসোসের এক জরিপ বলছে, বর্তমানে জনগণের বড় ৩৭ শতাংশ রিফর্ম ইউকে–কে প্রধান বিরোধী দল হিসেবে বিবেচনা করছে, যেখানে কনজারভেটিভদের সমর্থন কমে দাঁড়িয়েছে ৩৩ শতাংশে। একই সঙ্গে, নাইজেল ফারাজকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৩৯ শতাংশ মানুষ।

অভিবাসন কি নাইজেল ফারাজের একমাত্র চাবিকাঠি?

অভিবাসন নিঃসন্দেহে নাইজেল ফারাজের সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে বেশি ব্যবহৃত রাজনৈতিক অস্ত্র। তবে এটি তার একমাত্র চাবিকাঠি নয়। তার রাজনৈতিক কৌশলের মূল কৌশল হলো, ব্রিটিশ ভোটারদের মধ্যে চাপা ক্ষোভ শনাক্ত করা এবং তা কাজে লাগানো। জনসেবা, জাতীয় পরিচয়, সাংস্কৃতিক পরিবর্তন এবং অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে উদ্ভূত অসন্তোষকে তিনি অভিবাসনের সঙ্গে জুড়ে একটি সরল ও আবেগপ্রবণ বার্তায় পরিণত করেন, যা অনেকের কাছে প্রবলভাবে অনুরণিত হয়।

মুসলিম ও অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের ওপর প্রভাব

যদি রিফর্ম ইউকে ব্রিটেনের রাজনৈতিক দৃশ্যপটে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হয়, তবে মুসলিম, দক্ষিণ এশীয় (বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, নেপালি, শ্রীলঙ্কান) এবং আফ্রিকান বংশোদ্ভূত ও অভিবাসী সম্প্রদায়ের ওপর এর প্রভাব হতে পারে গুরুতর। দলটির নীতিমালা ও রাজনৈতিক বক্তব্য মূলত অভিবাসন বিরোধিতা ও জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে উঠেছে। এতে সমাজে বিভাজন উসকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রিফর্ম ইউকে শক্তিশালী হলে বৈষম্য, বিদ্বেষজনিত অপরাধ ও সামাজিক বঞ্চনার ঘটনা বাড়তে পারে। নাগরিক পরিসরে বৈরিতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আবাসন, কর্মসংস্থান ও জনসেবায় বৈষম্য আরও প্রকট হতে পারে। একইসঙ্গে, সরকারের নীতিনির্ধারণে রিফর্ম ইউকে-এর প্রভাব বাড়লে পারিবারিক পুনর্মিলন, স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তায় প্রবেশাধিকার হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে, যা মুসলিম ও অভিবাসী জনগোষ্ঠীর বিচ্ছিন্নতা বাড়াবে।

অর্থনৈতিক দিক থেকেও, এই নীতিগুলো অভিবাসী শ্রমিকদের ঝুঁকিতে ফেলতে পারে।

লন্ড‌নের ঐতিহ্যবাহী বাংলাদেশি মালিকানাধীন কলেজ এলএসসিআই-এর চেয়ারম্যান নসরুল্লাহ খান জুনায়েদ বাংলা ট্রিবিউন‌কে বলেন, নাইজেল ফারাজের নতুন কৌশল ব্রিটিশ রাজনীতিতে তার প্রভাবকে স্থায়ী করতে একটি সুপরিকল্পিত পদক্ষেপ। তার বেনিফিটভিত্তিক পরিকল্পনা কনজারভেটিভ ও লেবার—উভয় দলের দুর্বলতাকে লক্ষ্য করে সাজানো হয়েছে, যা রিফর্ম ইউকে-র দীর্ঘমেয়াদি কৌশলের অংশ।

/এসকে/
সম্পর্কিত
বাইরের কাউকে দায়ী করে সমস্যার সমাধান হয় না: ঢাকাকে দিল্লি
ব্রিটেনে জ্ঞাতি বিয়ে সমর্থনে শীর্ষে বাংলাদেশি ও পাকিস্তানিরা
দামেস্কে ফের উড়লো যুক্তরাষ্ট্রের পতাকা, সিরিয়া-ইসরায়েল শান্তির প্রত্যাশা মার্কিন দূতের
সর্বশেষ খবর
৪০০ রান করে ইংল্যান্ড দ্বিতীয় সর্বোচ্চ রানে হারালো ওয়েস্ট ইন্ডিজকে
৪০০ রান করে ইংল্যান্ড দ্বিতীয় সর্বোচ্চ রানে হারালো ওয়েস্ট ইন্ডিজকে
কোরবানির হাট এলাকায় ব্যাংক খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত
কোরবানির হাট এলাকায় ব্যাংক খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত
দেশের পর্দায় লিলো ও স্টিচের গল্প
এ সপ্তাহের সিনেমাদেশের পর্দায় লিলো ও স্টিচের গল্প
ঈদের ছুটিতে যে নির্দেশনা দিলো কেন্দ্রীয় ব্যাংক
ঈদের ছুটিতে যে নির্দেশনা দিলো কেন্দ্রীয় ব্যাংক
সর্বাধিক পঠিত
আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের বিস্ময়
আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের বিস্ময়
‘চট্টগ্রামে নারীকে লাথি মারা যুবক ছাত্র শিবিরের কর্মী’
‘চট্টগ্রামে নারীকে লাথি মারা যুবক ছাত্র শিবিরের কর্মী’
ডিআইজি সাইফুল ইসলাম সাময়িক বরখাস্ত
ডিআইজি সাইফুল ইসলাম সাময়িক বরখাস্ত
১ জুন বাজারে আসছে নতুন নোট
১ জুন বাজারে আসছে নতুন নোট
হারিয়ে গেছে সাদা গরুর সুদিন, ফিরবে কীভাবে
হারিয়ে গেছে সাদা গরুর সুদিন, ফিরবে কীভাবে