X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে সিঙ্গাপুরে শুরু শাংরি-লা ডায়ালগ ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৫, ১৬:৩২আপডেট : ৩১ মে ২০২৫, ১৬:৩২

এশিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলন শাংরি-লা ডায়ালগের ২২তম আসর সিঙ্গাপুরে শুরু হয়েছে। শুক্রবার (৩০ মে) থেকে শুরু হয়ে এ সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার সম্মেলনে ৪৭টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ৪০ জন মন্ত্রী পর্যায়ের ব্যক্তিত্ব, ২০ জন প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং ২০ জনেরও বেশি জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা ও গবেষক।

সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে—আঞ্চলিক সহযোগিতা, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এবং সাম্প্রতিক মার্কিন শুল্ক নীতির প্রভাব।

চীনের পিপলস লিবারেশন আর্মির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে।

শুক্রবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মূল বক্তৃতা দেন। তিনি বলেন, বৈশ্বিক শৃঙ্খলা রক্ষায় এশিয়া ও ইউরোপের অভিন্ন স্বার্থ রয়েছে।

শনিবার বক্তব্য দেবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমেরিকার ‘নতুন নিরাপত্তা কৌশল’ তুলে ধরবেন বলে জানানো হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের নীতিতে উদ্বিগ্ন অনেক এশীয় মিত্রদের আস্থা ফেরানো হেগসেথের জন্য কঠিন হবে।

শনিবার আরও বক্তব্য রাখবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া ক্যালাস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আসিয়ানের সভাপতি হিসেবে মালয়েশিয়ার কৌশলগত নেতৃত্ব ইব্রাহিম তার বক্তব্যে তুলে ধরবেন বলে জানিয়েছে আয়োজক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপআকাশ প্রতিরক্ষা জোরদারে কাজ করবে যুক্তরাষ্ট্র-ইউক্রেন
চাপে পড়ে অস্ত্রভাণ্ডার সীমিত করার পথে হিজবুল্লাহ
ইসরায়েলি বেষ্টনীতে বন্দি পশ্চিম তীরের সিনজিল, যেন এক বিশাল কারাগার
সর্বশেষ খবর
ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম
ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৫)
কিংয়ের ৭৫ রানের পর সিলসের আঘাতে চাপে অস্ট্রেলিয়া
কিংয়ের ৭৫ রানের পর সিলসের আঘাতে চাপে অস্ট্রেলিয়া
আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স
ফিফা ক্লাব বিশ্বকাপআল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স
সর্বাধিক পঠিত
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব