পাকিস্তানের প্রায় ৬ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেছে। এটা মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ। পাকিস্তান সরকারের দারিদ্র্য পরিমাপের নতুন নিয়মে এই তথ্য উঠে এসেছে।
পাকিস্তান পরিকল্পনা কমিশনের এক রিপোর্টে বলা হয়েছে, ৭৬ লাখ পরিবারের মাসিক আয় ৩ হাজার ৩০ রুপির কম। ফলে দেশটির দারিদ্র্যসীমা বৃদ্ধি পেয়ে ২৯ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। আগে এই হার ছিল ৯ শতাংশ।
মৌলিক প্রয়োজনীয় ব্যয় (কস্ট অব বেসিক নিডস) হিসেব করে দারিদ্র্য পরিমাপক এই সূত্র তৈরি করা হয়েছে। আগে খ্যাদ্যের ওপর নির্ভর করে দরিদ্রতা পরিমাপ করা হতো।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশটির অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু নিরাপত্তাহীনতা এবং জ্বালানি সঙ্কটের কারণে দেশটির অর্থনীতিতে গতি আসছে না।
তথ্য সূত্র: এনডিটিভি।