X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

গিনিতে ইবোলা প্রাদুর্ভাব, উচ্চ সতর্কতায় পশ্চিম আফ্রিকা

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৫

করোনা মহামারির মধ্যেই ইবোলা প্রাদুর্ভাবের কথা জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ গিনি। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি দেশটির একটি এলাকায় প্রাদুর্ভাবের কথা জানায় কর্তৃপক্ষ। এ ঘটনায় পুরো অঞ্চলজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলো।

নাইজেরিয়া জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির মানুষের উদ্বেগ লাঘবে জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটির প্রাদুর্ভাব ঠেকাতে গিনি ছাড়াও প্রতিবেশী দেশ লাইবেরিয়া ও সিয়েরা লিওনের সঙ্গেও কাজ করছে তারা। বিশেষ করে ইবোলা পরীক্ষার সক্ষমতা বাড়ানো এবং সীমান্ত এলাকাগুলোতে নজরদারি জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

গিনির ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড হেলথ এজেন্সি (এএনএসএস) জানায়, দেশটিতে অন্তত সাত জনের ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ-পূর্ব নেজারেকোর জেলার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, একজন নার্সের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া সাত ব্যক্তির ইবোলা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে। অর্থাৎ, তারা এরইমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ডায়রিয়া, বমি ও রক্তপাতের মতো লক্ষণ দেখা গেছে। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের ওই নার্স ইবোলা থেকে মারা গিয়েছিলেন কিনা তা অবশ্য নিশ্চিতভাবে জানা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে গিনিকে এই রোগ মোকাবিলায় সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দ্রুত ব্যবস্থা না নিলে শিগগিরই এ ভাইরাস পুরো আফ্রিকায় মহামারির রূপ নেবে। ফলে অঞ্চলটির অন্য দেশগুলোর মধ্যেও এ নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে।

এর আগে ২০১৬ সালে গিনিতে ভয়ঙ্কর আকার নিয়েছিল ইবোলা। প্রতিবেশী লাইবেরিয়া ও সিয়েরা লিওনেও ভাইরাসটি ছড়িয়ে পড়ে। আক্রান্ত হয় ২৮ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে অন্তত ১১ হাজার মানুষের মৃত্যু হয়।

ইবোলা ভাইরাস সংক্রমণ মূলত প্রাণীর রক্ত বা শারীরিক তরলের মাধ্যমে হয়। কোনও ব্যক্তি এতে আক্রান্ত হওয়ার পর এর লক্ষণ ২-২১ দিনের মধ্যে শরীরের যে কোনও জায়গায় দেখা দিতে পারে। তবে এর প্রাথমিক উপসর্গের সঙ্গে আবার মিল রয়েছে করোনার। জ্বর, অবসন্নতা, পেশী ব্যাথা, মাথাব্যাথা, গলা ব্যাথা ইবোলা সংক্রমণের প্রাথমিক উপসর্গ। সূত্র: সিএনএন, ওয়ান ইন্ডিয়া।

/এমপি/
সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি