X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ার আবাসিক স্কুল থেকে তিন শতাধিক মেয়েকে অপহরণ

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২১
image

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আবাসিক স্কুলে হামলা চালিয়ে তিন শতাধিক মেয়ে স্কুল শিক্ষার্থীকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। পুলিশ বলছে, শুক্রবার সকালে জামফারা প্রদেশের জাঙ্গেবের স্কুল থেকে এসব শিশুদের অপহরণের পর সম্ভবত জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যে এটাই সবচেয়ে বড় গণঅপহরণের ঘটনা। সশস্ত্র গ্রুপগুলো প্রায়ই সেখানে চাঁদা আদায়ের জন্য স্কুলশিক্ষার্থীদের অপহরণ করে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

উত্তর নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে দুষ্কৃতকারীদের হামলায় কয়েক শ হত্যার ঘটনা ঘটেছে। বেড়েছে অপহরণের ঘটনাও। দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকহারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহম্মদ বুহারি কিছুদিন আগেই সশস্ত্র বাহিনীর প্রধানদের সরিয়ে দেন। 

তিন শতাধিক মেয়ে স্কুলশিক্ষার্থীকে অপহরণের ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট মোহাম্দ বুহারি একে অমানবিক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিপুল পরিমাণ মুক্তিপণ আদায় করতে যেসব দুষ্কৃতিকারী নিরীহ স্কুল শিক্ষার্থীদের ব্ল্যাকমেইল করছে তাদের সঙ্গে কোনও আপোষ করবে না এই প্রশাসন। আমাদের প্রাথমিক লক্ষ্য অপহৃতদের নিরাপদ, জীবিত এবং অক্ষত অবস্থায় পেরত পাওয়া।’ এর আগে গত সপ্তাহে পার্শ্ববর্তী নাইজার প্রদেশ থেকে ২৭ শিক্ষার্থীসহ ৪২ জনকে অপহরণ করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে উত্তরপূর্বাঞ্চলীয় চিবুক শহর থেকে ২৭৬ মেয়ে স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। ওই ঘটনা বিশ্বের মনোযোগ আকর্ষণ করে। তবে সাম্প্রতিক সময়ের অপহরণগুলো মুক্তিপণ আদায়ের উদ্দেশে করা হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস