X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মোজাম্বিকে জঙ্গি হামলায় নিহত ৭, নিখোঁজ অর্ধশতাধিক

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২১, ১১:০৮আপডেট : ২৯ মার্চ ২০২১, ১১:১১

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের পালমা শহরে জঙ্গি হামলায় অন্তত সাত জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ৬০ জন। এলাকাটিতে গত বুধবার থেকেই সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ চলছে। এই সংঘাত ক্রমেই রক্তক্ষয়ী রূপ নেয়। সর্বশেষ শুক্রবার নিহত সাত জনের প্রায় সবাই বিদেশি নাগরিক বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মোজাম্বিকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ওমর সারঙ্গা জানান, একটি হোটেলের জিম্মিদশা থেকে পালিয়ে বের হওয়ার চেষ্টাকালে সাত জন নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, বুধবার শহরটিতে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘাত শুরুর পর ওই এলাকা ছাড়তে শুরু করে মানুষ। তবে হোটেলে আটকা পড়েন গ্যাসকর্মী হিসেবে কাজ করা কিছু বিদেশি নাগরিকসহ আরও অনেকে। সেনাবাহিনী তাদের উদ্ধারের চেষ্টাকালে জঙ্গিরা ফের হামলা চালায় জঙ্গিরা। এতে হতাহতের ঘটনা ঘটে।

জিম্মিদশা থেকে পালিয়ে যাওয়া একজন ঠিকাদার বিবিসিকে বলেছেন, স্থানীয় সরবরাহকারী ও প্রতিষ্ঠানগুলো লোকজনকে উদ্ধারে ব্যাপক চেষ্টা করেছে। তবে বৃহৎ কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় ও বিদেশিসহ কয়েকশ‌’ মানুষকে উদ্ধারে সমর্থ হয়েছে সেনাবাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের উদ্ধারে মোজাম্বিকে সামরিক বাহিনীর সদস্যদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এদিকে এই হামলার ফলে আফ্রিকা মহাদেশে ফ্রান্সের বিশাল একটি বিনিয়োগ প্রকল্প হুমকির মুখে পড়েছে। কেননা, ঘটনাস্থল এলাকাতেই ফরাসি প্রতিষ্ঠান টোটাল গ্যাসের কয়েক বিলিয়ন ডলারের একটি প্রকল্প চালু রয়েছে। মূলত ওই প্রকল্পকে কেন্দ্র করেই এলাকাটিতে ফ্রান্স, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার বহু বিদেশি ঠিকাদার ও কর্মীরা অবস্থান করছিলেন। তবে পরিস্থিতি মোকাবিলায় মোজাম্বিকের নিরাপত্তা বাহিনীর ওপর আস্থা রাখার কথা জানিয়েছে টোটাল কর্তৃপক্ষ।

/এমপি/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ