X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

টেলিভিশন প্রোগ্রামে স্বামী দেখলেন ২ বছর আগে ‘নিহত’ হওয়া স্ত্রীকে!

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৬, ১৯:৩৩আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৯:৩৩

স্বামী জানতেন স্ত্রীর মৃত্যু হয়েছে দুই বছর আগে। কফিনে ভরা মরদেহ নিজেই টেলিভিশন অনুষ্ঠানের একটি স্ক্রিনশটদাফন করেছেন। অথচ সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠানে দেখা গেলো সেই স্ত্রী খুঁজে বেড়াচ্ছেন দুই বছর আগে হারিয়ে যাওয়া তার স্বামীকে! এই ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ মরক্কোতে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর এক খবরে এ কথা বলা হয়েছে।
দুই বছর আগে মরক্কোর আজিলাল এলাকার বাসিন্দা আবরাগ মোহামেদের স্ত্রী একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দুর্ঘটনার পর স্ত্রীকে ক্যাসাব্লাঙ্কার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, তার বেঁচে থাকার সম্ভাবনা নাই। কিন্তু পরিবারকে হাসপাতালের বিল দিতে হবে। খবর শুনে পাহাড়ি গ্রামে বসবাসকারী মোহামেদ চার ঘণ্টার পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছান। চিকিৎসকরা তাকে জানান, স্ত্রী মারা গেছেন।
তবে সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠানে মোহামেদের স্ত্রীকে দেখেন তার বন্ধুরা। টেলিভিশনের ওই অনুষ্ঠানে পরিবারের হারিয়ে যাওয়া সদস্যদের সন্ধান পেতে আহ্বান জানানো হয়। এতে মোহামেদের স্ত্রীকে তার স্বামীকে খুঁজে বের করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মোহামেদের স্ত্রী নিজের নাম ও ঠিকানা দিয়ে স্বামীকে খোঁজেন। তিনি জানান, দুই বছর ধরে স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন তিনি।
২০১৪ সালের দুর্ঘটনার কথা স্মরণ করে মোহামেদ বলেন,  স্ত্রীর মৃতদেহ আমাকে দেওয়া হয় একটি কফিনে। পরে নিজ গ্রামে স্ত্রীর দাফন করি।

এ ঘটনায় দেশটির সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় চলছে। স্ত্রী বেঁচে থাকায় প্রশ্ন ওঠেছে মোহামেদ তাহলে কি অন্য নারীকে দাফন করেছেন। এ বিষয়ে মোহামেদ বলেন, আমি জানতাম না অন্য কোনও নারীর দেহ আমি দাফন করেছি এবং আমার স্ত্রী জীবিত আছেন।

ফলে দুর্ঘটনার পর আসলে কী ঘটেছিল তা এখনও জানা যায়নি। তবে ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় হয়েছে। বিভিন্ন কারণ তুলে ধরা হচ্ছে। কেউ বলছেন, মোহামেদ হয়ত স্মৃতি হারিয়েছেন। আবার কেউ কেউ হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছেন। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!