X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

গুলি করে নামানো অজ্ঞাত বস্তুগুলো বিপজ্জনক নয়, ধারণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩১

যুক্তরাষ্ট্রের আকাশে বিস্ফোরিত তিনটি উড়ন্ত বস্তুর সঙ্গে চীনা গুপ্তচরবৃত্তির সম্পর্ক নেই বলে জানিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেছেন, বস্তুগুলো সম্ভবত বাণিজ্যিক বা কোনো গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তাই এগুলো বিপজ্জনক নয়।

মার্কিন ও কানাডার কর্মকর্তারা এখন পর্যন্ত তিনটি বিধ্বস্ত বস্তুগুলোর ধ্বংসাবশেষ খুঁজে পায়নি বা উদ্ধার করতে পারেনি। বেইজিং এ বিষয়ে আগে বলেছিল যে যুক্তরাষ্ট্র ‘ট্রিগার চেপেই খুশিতে আত্মহারা’।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার উপকূলে উড়তে থাকা একটি বেলুন গত ৪ ফেব্রুয়ারি গুলি করে ভূপাতিত করা হয়। পেন্টাগন বলছে, এটি চীনের গোয়েন্দা বেলুন ছিল। তবে চীন সরকার তা অস্বীকার করে জানায়, বেলুনটি আবহাওয়া সংক্রান্ত গবেষণার কাজে নিয়োজিত ছিল। পথ হারিয়ে সেটি যুক্তরাষ্ট্রের আকাশে ঢুকে পড়ে।

এর পর থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডায় এ ধরনের আরও কয়েকটি বস্তু গুলি করে ভূপাতিত করা হয়।  যদিও বেইজিং কেবল প্রথমটিকে নিজেদের বলে স্বীকার করেছে।

 

 

সবশেষ সোমবার যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে উড়তে থাকা অষ্টাভুজাকৃতির একটি বস্তু গুলি করে ধ্বংসের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। এর পরপর সংবাদ সম্মেলন করে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলে বেইজিং। 

নিয়মিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার কিরবি বলেন, ‘ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া এবং বিশ্লেষণ না করা পর্যন্ত আলাস্কা, কানাডা এবং মিশিগানে ধ্বংস হওয়া আরও তিনটি বস্তুর উদ্দেশ্য বা উৎস নির্ধারণ করা কঠিন হবে।’

হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সাংবাদিকদের জানায়, আমরা এমন কোনো ইঙ্গিত বা কিছু দেখিনি যা বিশেষভাবে এই ধারণার প্রতি নির্দেশ করে যে এই তিনটি বস্তু পিআরসি'র (পিপলস রিপাবলিক অব চায়না) গুপ্তচরবৃত্তি কর্মসূচির অংশ ছিল।

/এসপি/
সম্পর্কিত
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস