X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে শি-বাইডেন বৈঠক বুধবার

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৩, ২১:১৫আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ২১:৫৮

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বছরের মধ্যে প্রথমবার মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন। শুক্রবার (১০ নভেম্বর) হোয়াইট হাউজ জানিয়েছে, দুই নেতার এই বৈঠক বুধবার সান ফ্রান্সিসকো বে এলাকায় অনুষ্ঠিত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ শি-বাইডেন বৈঠকের তারিখ নিশ্চিত করেছে। একই দিনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, ১৪ থেকে ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন শি জিনপিং। তিনি বাইডেনের সঙ্গে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপিইসি) সম্মেলনে যোগ দেবেন।

বিশ্বের দুটি পরাশক্তির মধ্যে উত্তেজনা নিরসনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক বৈঠক হতে যাচ্ছে। দুই নেতার বৈঠক কয়েক ঘণ্টা দীর্ঘ হতে পারে বলে রয়টার্স উল্লেখ করেছে। দুই নেতার সঙ্গে বৈঠকে ওয়াশিংটন ও বেইজিংয়ের কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন।

বাইডেনের প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা বলছেন, ধারণা করা হচ্ছে এই বৈঠকে ইসরায়েল-হামাস যুদ্ধ থেকে শুরু করে ইউক্রেনে রুশ আক্রমণ, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক, তাইওয়ান, ইন্দো-প্রশান্ত, মানবাধিকার, ফেনটানিল, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ন্যায্য বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, কিছুই বাদ যাবে না। সব কিছু নিয়ে আলোচনা হবে।

প্রায় এক বছর ধরে এই বৈঠকের জন্য চাপ দেওয়া মার্কিন কর্মকর্তারা মনে করেন, বিশ্বজুড়ে সক্রিয়া যুক্তরাষ্ট্রের নীতিকে দুর্বল করার কাজ করছে বেইজিং।

২০২২ সালের নভেম্বরের পরে প্রথমবারের মতো মতাদর্শগত পার্থক্য দূরে ঠেলে বৈঠক করবেন বাইডেন ও শি। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন আকাশে একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুনকে গুলি করার নির্দেশ দেন বাইডেন। এরপর বৈরী সম্পর্ক জোড়া লাগাতে কূটনৈতিক উদ্যোগের পথে হাঁটে মার্কিন প্রশাসন।

ধারণা করা হচ্ছে,  শি-বাইডেন বৈঠকের সম্ভাব্য গুরুত্বপূর্ণ ফলাফল হতে পারে বৃহত্তর কূটনীতি। এর মধ্যে থাকতে পারে জলবায়ু, বৈশ্বিক স্বাস্থ্য, অর্থনৈতিক স্থিতিশীলতা, মাদকবিরোধী প্রচেষ্টা এবং কিছু সামরিক চ্যানেল পুনরুদ্ধারসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার মতো প্রতিশ্রুতি।

দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, উভয় পক্ষই আলোচনা সহজ করার জন্য সৌজন্যমূলক আচরণ করতে পারে। কিন্তু চীন ও মার্কিন কর্মকর্তারা বলছেন, বড় অগ্রগতি কঠিন হবে। সামরিকভাবে এগিয়ে যেতে উভয় দেশই নিজেদের সরাসরি প্রতিযোগিতায় জড়িয়ে যাচ্ছে।

বাইডেন ও শি এক দশকেরও বেশি সময় ধরে একে অপরকে চেনেন। ২০২১ সালে বাইডেন দায়িত্ব গ্রহণের পর ছয় বারে কয়েক ঘণ্টা কথোপকথন করেছেন। কিন্তু উভয় নেতাই পারস্পরিক সন্দেহ, অভিযোগ এবং অন্যরা কী চাইছে সেই বিষয়ে অস্পষ্ট ধারণা নিয়ে বৈঠকে বসবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

/এএ/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বশেষ খবর
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!