যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার (২০ নভেম্বর) রাতে এই হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় সোমবার রাতে ওহাইও অঙ্গরাজ্যের বিভারক্রিক শহরে অবস্থিত মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুক হামলা হয়েছে। এতে ওই বন্দুকধারী নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় এক ব্যক্তি হঠাৎ ওয়ালমার্ট স্টোরে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ঘটনার আকস্মিকতায় প্রাণ বাঁচাতে দোকানের ক্রেতারা এদিক-সেদিক ছুটতে শুরু করেন।
আরেক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম ওহাইও নিউজকে বলেন, ‘আমি কেনাকাটা করছিলাম। হঠাৎ একটি লোক রাইফেল হাতে আমাকে পাশ কেটে সামনে এগিয়ে গিয়ে গুলি করতে লাগলো। আমি সেখান থেকে দৌঁড়ে পালিয়েছি—সে ১০ বার গুলি করেছে—ভাগ্যক্রমে এ যাত্রায় আমি প্রাণে বেঁচে গেছি।’
অভিযুক্ত বন্দুকধারীকে দোকানে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে বিভারক্রিক পুলিশ। নিজেকে গুলি করে সে আত্মহত্যা করেছে।
পুলিশ আরও জানিয়েছে, হামলাকারীর পরিচয় কিংবা এ হামলার উদ্দেশ সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে এ ঘটনার সঠিক তদন্ত শুরু হয়েছে বলে আশ্বস্ত করেছেন তারা।