X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

দুর্নীতি কমাতে মার্কিন কংগ্রেস সদস্যদের বেতন বাড়ানোর পরামর্শ মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫৬

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের বেতন বাড়ানোর পরামর্শ দিয়েছেন টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক। তার যুক্তি, বেতন বাড়ালে দুর্নীতি কমবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি খরচ কমানোর মিশনে নিয়োজিত মাস্ক বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই পরামর্শ দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মাস্ক তার এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, কংগ্রেস এবং উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো যৌক্তিক হতে পারে, কারণ এটি দুর্নীতির প্ররোচনা কমাতে পারে। দুর্নীতি জনগণের জন্য ১০০০ গুণ বেশি ব্যয়বহুল হতে পারে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের বেতন ২০০৯ সাল থেকে স্থবির রয়েছে। উভয় কক্ষের সদস্যদের বার্ষিক বেতন ১ লাখ ৭৪ হাজার ডলার, যা গড় পরিবারের আয়ের চেয়ে অনেক বেশি। মাস্কের পরামর্শ অনুযায়ী, তাদের বেতন ৬ হাজার ৬০০ ডলার বাড়ানো যেতে পারে, যা ৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধির সমান।

গত ডিসেম্বরে মাস্ক একটি স্বল্পমেয়াদী সরকারি অর্থায়ন বিলের প্রথম খসড়া বাতিল করতে সাহায্য করেছিলেন। এই বিলে আইনপ্রণেতাদের জন্য স্বয়ংক্রিয় জীবনযাত্রার খরচ সমন্বয় পুনর্বহালের মাধ্যমে বেতন বৃদ্ধির ব্যবস্থা ছিল। তবে মাস্ক এই বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিলেন, ভুলভাবে দাবি করেছিলেন যে এটি ৪০ শতাংশ বেতন বৃদ্ধি করবে। ফলে এটি বিল থেকে সরিয়ে দেওয়া হয়।

মাস্ক বুধবার ট্রাম্পের প্রথম মন্ত্রিসভা বৈঠকে বিতর্কিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডোজ) প্রোগ্রাম সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, আমরা যদি এটি না করি, আমেরিকা দেউলিয়া হয়ে যাবে।

তিনি বলেছেন, তিনি অনেক সমালোচনা এবং হত্যার হুমকি পাচ্ছেন।

মাস্কের ডোজ কর্মীদের এক-তৃতীয়াংশ মঙ্গলবার পদত্যাগ করেছেন। এর আগে তিনি ফেডারেল সরকারের ২০ লাখ কর্মচারীকে একটি গণ ইমেল পাঠান, যাতে তাদের কাজের যথার্থতা প্রমাণ করতে বলা হয়েছিল, অন্যথায় চাকরি হারানোর ঝুঁকি নিতে হবে। মার্কিন মিডিয়ার তথ্য অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যরা ডোজ ইমেইল নিয়ে হতাশা প্রকাশ করেছেন, তবে ট্রাম্প সমর্থন জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপগাজায় যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ সেনাদের প্রতিবাদ
এরদোয়ানকে অপমানের অভিযোগে তুরস্কে সুইডিশ সাংবাদিকের কারাদণ্ড
পহেলগামে হামলাকাশ্মীর নিয়ে পাকিস্তানি সেনাপ্রধানের পুরনো বক্তব্যে ভারতে ক্ষোভ
সর্বশেষ খবর
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট