X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

দক্ষিণ সুদানের সব ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৫, ২২:৩১আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২২:৩১

দক্ষিণ সুদানের পাসপোর্টধারীদের সব ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকার নিজ নাগরিকদের ফেরত নিতে অস্বীকৃতি জানানোয় এবং যুক্তরাষ্ট্রে সুবিধা নেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে রুবিও বলেন, প্রত্যেক দেশেরই উচিত নিজ নাগরিকদের সময়মতো ফেরত নেওয়া। দক্ষিণ সুদানের অন্তর্বর্তী সরকার এই নীতি পুরোপুরি মানছে না।

তিনি আরও বলেছেন, ভবিষ্যতে দক্ষিণ সুদানের পাসপোর্টধারীদের জন্য নতুন ভিসা দেওয়াও বন্ধ রাখা হবে। 

গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসার পর এটিই প্রথম কোনও নির্দিষ্ট দেশের সব পাসপোর্টধারীর বিরুদ্ধে এমন পদক্ষেপ। 

ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের প্রশাসন দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য ‘অস্থায়ী সুরক্ষা মর্যাদা’ (টিপিএস) প্রদান করেছিল। যা চলতি বছরের ৩ মে শেষ হওয়ার কথা ছিল। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য জরুরি অবস্থার কারণে নিরাপদে দেশে ফিরতে অক্ষম বিদেশি নাগরিকদের এই মর্যাদা দেওয়া হয়, যা তাদেরকে নির্বাসন থেকে সুরক্ষা দেয়। 

রুবিও বলেন, দক্ষিণ সুদান পূর্ণ সহযোগিতা করলে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে প্রস্তুত।

সরকারি বাহিনী ও সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে সম্প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়ে দক্ষিণ সুদানে উত্তেজনা ছড়িয়েছে। কিছু পর্যবেক্ষক ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে ৪ লাখ মানুষের প্রাণ কেড়ে নেওয়া গৃহযুদ্ধের পুনরাবৃত্তির আশঙ্কা করছেন। 

গত সপ্তাহে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আঞ্চলিক ও আন্তর্জাতিক নেতাদের প্রতি আহ্বান জানান দক্ষিণ সুদানকে আরেকটি গৃহযুদ্ধের গহ্বরে পড়তে না দেওয়ার। তিনি সতর্ক করে বলেন, বিশ্বের সর্বনবীন ও সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি এই দেশটি এখন নিরাপত্তা জরুরি অবস্থা এবং রাজনৈতিক উত্থান-পতনের মুখোমুখি।

/এএ/
সম্পর্কিত
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
ভারতে স্কুল মিলে মরা সাপ, অসুস্থ শতাধিক
সর্বশেষ খবর
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ
ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী