X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারতের সঙ্গে ফ্লাইট বাতিল করলো সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৭

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এবার ভারতের সঙ্গে ফ্লাইট বন্ধ করলো সৌদি আরব। দেশটির জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে, ভারত, ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে ফ্লাইট বন্ধ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

ভারতের সঙ্গে ফ্লাইট বাতিল করলো সৌদি আরব

বৃহস্পতিবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ছাড়িয়ে গেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৬ হাজারের বেশি মানুষ। ভারতে করোনায় মৃতের সংখ্যা ৯১ হাজার ছাড়িয়ে গেছে।

ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত ২৩ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক বিমান পরিষেবা। এখনও সেই পরিষেবা শুরু হয়নি। বন্দে ভারত মিশনের আওতায় ও কয়েকটি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তির মাধ্যমে পরিষেবা চালানো হচ্ছিল। তার মধ্যে অন্যতম দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

করোনা বিধি লঙ্ঘন করায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস চলাচল বন্ধ করেছিল সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার ভারত থেকে হংকংয়ে যাওয়ার পর কিছু যাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই রবিবার থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছে হংকং। তবে শুধু এয়ার ইন্ডিয়া নয়, ভারতের সঙ্গে সব রকমের ফ্লাইট বন্ধ করলো সৌদি আরব।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশনের তরফে জানানো হয়েছে, ‘ভারত, ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে ফ্লাইট বন্ধ করা হয়েছে। এই দেশগুলি থেকে কোনও যাত্রী এই মুহূর্তে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। তবে যদি সরকারের অতিথি হয়ে হয়ে কেউ আসেন, তাহলে তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।’

ভারতের সঙ্গে ফ্লাইট বাতিল করলো সৌদি আরব

এই বিবৃতিতে আরও জানানো হয়েছে, শুধু নিয়মিত ফ্লাইট নয়, চার্টার্ড ফ্লাইটের ক্ষেত্রেও একই নিয়ম রয়েছে। অর্থাৎ এই দেশগুলি থেকে চার্টার্ড ফ্লাইটও আসতে পারবে না সৌদি আরবে।

ভারতীয় একটি এয়ারলাইন্সের এক কর্মকর্তা ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ২৪ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে ভারতের কোনও এয়ারলাইন্স কোম্পানির ফ্লাইট চলাচল করবে না। তবে কতদিন পর্যন্ত ফ্লাইট বাতিল থাকবে তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।

/এএ/
সম্পর্কিত
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
দৃঢ় প্রতিরোধ হামাসেরজাবালিয়ায় ট্যাংক-বুলডোজার নিয়ে ঢুকেছে ইসরায়েলি সেনারা
লোকসভা নির্বাচন: আজ থেকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?