X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিরসা মুন্ডার ‘মূর্তি’ নিয়ে পশ্চিমবঙ্গে বিতর্ক

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০২০, ২১:৪৬আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৪৮

ভারতের আদিবাসী কৃষক বিদ্রোহের নেতা বিরসা মুন্ডার মূর্তি নিয়ে পশ্চিমবঙ্গে বিতর্ক শুরু হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গ সফরে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরসার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর খবর প্রচারিত হওয়ার পরই বিতর্কের শুরু হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।

বিরসা মুন্ডার ‘মূর্তি’ নিয়ে পশ্চিমবঙ্গে বিতর্ক

বিরসা মুন্ডা ছিলেন ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী। ১৮৯৯-১৯০০ সালে তাঁর নেতৃত্বে আদিবাসী কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের দাবি, মূর্তিটি আদিবাসী নেতা বিরসা মুন্ডার নয়। এটি আদিবাসী এক শিকারীর মূর্তি। এই মূর্তির নিচে একটি ছবি রেখে মালা দেন শাহ। এতে তিনি আদিবাসীদের নেতাকে অপমানিত করেছেন।

এই মাল্যদান পর্ব ঘিরে ব্যাপক বিতর্ক চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা অমিত শাহের সমালোচনা করেছেন। তিনি বলেন, যে মূর্তি বিরসা মুন্ডার নয়, তাতে মালা দিয়ে আদিবাসী নেতাকে শ্রদ্ধা জানিয়ে তিনি গোটা সমাজকে খাটো করেছেন। এজন্য ক্ষমা চাইতে হবে তাকে।

শ্যামল সাঁতরার উদ্যোগে এখন চলছে ৫০ হাজার পোস্টকার্ড লেখার কাজ। আদিবাসী সমাজের মানুষ শাহের ঠিকানায় এই পোস্টকার্ড পাঠাচ্ছেন। তাতে মাল্যদান পর্ব নিয়ে আপত্তি জানিয়ে বিজেপি নেতার কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছে।

তৃণমূল নেতা, বিধায়ক শান্তিরাম মাহাতো বলেন, বিরসা মুন্ডা সাঁওতালদের কাছে ভগবানের মতো। তাকে নিয়ে নোংরা রাজনীতি চলছে। এটি খুবই দুর্ভাগ্যজনক।

তৃণমূল সংসদ সদস্য অভিনেত্রী নুসরত জাহান আক্রমণ করেছেন বিজেপি নেতাকে। তার বক্তব্য, বাংলার সংস্কৃতি সম্পর্কে ধারণা নেই বিজেপি নেতার।

তৃণমূল বরাবরই বিজেপিকে ‘অবাঙালিদের দল’ বলে কটাক্ষ করে। নরেন্দ্র মোদি, অমিত শাহসহ শীর্ষ বিজেপি নেতৃত্বকে ‘বহিরাগত’ বলে আক্রমণ করে আসছে। সেই প্রচারকে বিধানসভা নির্বাচনের আগে ফের তুঙ্গে নিয়ে যেতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

বিজেপি এই ঘটনায় অস্বস্তিতে পড়লেও পরিস্থিতি সামাল দিতে পালটা তীর ছুঁড়ছে। তাদের বক্তব্য,  বিরসা মুন্ডার মূর্তিতেই মালা দিয়েছেন শাহ। তৃণমূল অকারণে জলঘোলা করার চেষ্টা করছে। লোকসভা ভোটে হারানো জমি ফিরে পেতে এই কৌশল নিয়েছে রাজ্যের শাসক দল।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একধাপ এগিয়ে বলেছেন, বিরসা মুন্ডার কোনও ছবি পাওয়া যায় না। অমিত শাহ যখন বিরসা মুন্ডা মনে করে ওই মূর্তিতে মালা দিয়েছেন তখন ওটাই তার মূর্তি।

এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিমলশঙ্কর নন্দ বলেন,  এটি তৈরি করা বিতর্ক। দুর্নীতি থেকে গণতন্ত্রের হত্যার মতো অনেক বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আদিবাসী সমাজের মধ্যে সংঘ পরিবার যে প্রভাব তৈরি করেছে, তা এ ধরনের ছোটখাটো বিতর্কে ধসে পড়বে না।

অধ্যাপক বিমলশঙ্কর নন্দ আরও বলেন, আদিবাসী নেতার জীবদ্দশায় ছবি তোলার প্রচলন ছিল না। অতীতের মূর্তি দেখে এখন তা কল্পনা করা হয়। কোনও একটি মূর্তি তার মতোই হয়েছে কি না, এই প্রশ্ন তোলা নিরর্থক।

এই যুক্তির সঙ্গে একমত নন পুরুলিয়ার কংগ্রেস নেতা ও  বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। তিনি বলেন, আমরা ছোটবেলা থেকে পাঠ্যপুস্তকে বিরসা মুন্ডার ছবি দেখে আসছি। সেটাকেই তার প্রতিকৃতি বলে ধরতে হবে। এটি নিয়ে রাজনৈতিক টানাপড়েন মোটেই কাম্য নয়।

/এএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ