X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জাপানে করোনা পরীক্ষা সহজ করছে ভেন্ডিং মেশিন

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০২১, ১৭:১৭আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৭:৫৮

জাপানে বাস্তব সুবিধাই অগ্রগণ্য এবং করোনাভাইরাসের পরীক্ষা করা যথেষ্ট ঝামেলার। এই সমস্যা সমাধানের অংশ হিসেবে টোকিও শহরের নিত্য প্রয়োজন মেটানোর পাশাপাশি করোনা পরীক্ষার কাজে লাগছে ভেন্ডিং মেশিন।

মানুষের শ্রম ও হাসপাতালের সামর্থ্য সংরক্ষণ করতে জাপান সরকার প্রতিদিন মাত্র ৪০ হাজার পিসিআর টেস্ট করছে। মোট সামর্থ্যের মাত্র ২৫ শতাংশ ব্যবহার করছে তারা। এর ফলে উপসর্গ ও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা মানুষ ছাড়া বাকিদের পরীক্ষা করা হচ্ছে না। এর ফলে মানুষ বেসরকারি ক্লিনিক বা যেকোনও উপায়ে পিসিআর টেস্ট করাতে চাইছে।

ভেন্ডিং মেশিনে টেস্ট কিট বিক্রির ফলে ক্রেতা বা ভোক্তাদের ক্লিনিকের লাইন ও সাক্ষাতের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে না বলে জানিয়েছেন লেকটাউন টাকেনোকো এয়ার নোজ অ্যান্ড থ্রোট ক্লিনিকের পরিচালক হিদেকি তাকেমুরা। এই ক্লিনিকের পক্ষ থেকে বৃহত্তর টোকিও এলাকায় সাতটি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে।

তাকেমুরা বলেন,  জাপান আশ্চর্যজনক কম সংখ্যায় পিসিআর টেস্ট করছিল। এতে অনেক বেশি মানুষ বুঝতে পারছিলেন না তারা করোনায় আক্রান্ত নাকি জ্বর হয়েছে। পিসিআর টেস্ট ছাড়া কোনও পরীক্ষা সম্ভব না। ফলে অনেক বেশি মানুষ যাতে দ্রুত পরীক্ষা করতে এবং তাড়াতাড়ি আইসোলেশনে যেতে পারে তা নিশ্চিত করার জন্য আমার ভেতরে কিছু একটা করার তাগিদ ছিল।

তাকেমুরা জানান, প্রথম ভেন্ডিং মেশিনে যখন টেস্ট কিট রেখে স্থাপন করা হয়, মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। কয়েকটি মেশিন থেকে দিনে দুবার টাকা খালি করতে হয়েছে।

জরুরি অবস্থার মধ্যেই করোনার তৃতীয় ঢেউয়ে ভেন্ডিং মেশিনে টেস্ট কিটের চাহিদা কিছুটা কমে এসেছে। গত সাত দিনে টোকিওতে গড়ে ২৫০ জন আক্রান্ত শনাক্ত হচ্ছেন। জানুয়ারির শুরুর দিকে এই সংখ্যা ছিল প্রায় ২ হাজার।

প্রতিটি ভেন্ডিং মেশিনে ৬০টি টেস্ট কিট রাখা হয়। এগুলোর প্রতিটির মূল্য ৪০ ডলার (৪৫০০ ইয়েন)। ক্রেতারা কিটে নিজেদের লালার নমুনা দিয়ে তা ডাকে পাঠিয়ে দেয় ক্লিনিকে।

তাকেমুরা বলেন, চিকিৎসাকর্মী হিসেবে আক্রান্তের পাশাপাশি টেস্টের সংখ্যাও কমলে আমি খুশি হবো।

একটি বাণিজ্য গোষ্ঠীর তথ্য অনুসারে, জাপানে ৪০ লাখের বেশি ভেন্ডিং মেশিন সক্রিয় রয়েছে। মাথাপিছু হিসেবে বিশ্বের মধ্যে যা সর্বোচ্চ।

ভেন্ডিং মেশিনের পাশাপাশি জনগণের জন্য পিসিআর টেস্ট ক্রমাগত সহজলভ্য করা হয়েছে ওষুধের দোকান বা ইন্টারনেটে বিক্রির মাধ্যমে। সূত্র: রয়টার্স

/এএ/এমওএফ/
সম্পর্কিত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই