আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গারহারে একটি মসজিদে অজ্ঞাত বন্দুকধারীর গুলিবর্ষণে এক পরিবারের আট সদস্য নিহত হয়েছে। জালালাবাদ শহরে শনিবার রাতে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
নাঙ্গারহারের গভর্নর জিয়াউলহক আমারখিল জানান, জমি নিয়ে বিরোধের সূত্র ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
গুলিবর্ষণে পাঁচ ভাই ও তাদের তিন জ্ঞাতিভাই নিহত হয়েছে।
আমারখিল বলেন, রমজানের তারাবির নামাজের সময় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এটি ছিল টার্গেট করে হামলা। প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, জমি নিয়ে বিরোধের জের এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
আফগানিস্তানে জমি নিয়ে বিরোধ প্রায়ই ঘটে। তথাকথিত জ্ঞাতি বৈরিতা দশকের পর দশক এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত সহিংসতার চক্র গড়ে তুলে।
গত বছর এপ্রিলে একই প্রদেশে জমি নিয়ে বিরোধে সশস্ত্র সংঘর্ষে ছয় উপজাতি সদস্য নিহত ও ২০ জন আহত হয়েছিলেন। টানা কয়েক দিন জারি ছিল সংঘাত।
নাঙ্গারহার প্রদেশ তালেবান ও আইএসের শক্ত ঘাঁটি বলে পরিচিত। অঞ্চলটিতে সমতল জমি রয়েছে। আফগানিস্তানের কৃষিখাতের জন্য এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।