X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের অবস্থা গুরুতর

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২১, ১৬:১৪আপডেট : ০৮ মে ২০২১, ১৬:১৪
image

বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা। তার দেহে একাধিক সফল অস্ত্রোপচার করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার রাজধানী মালেতে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় মোহাম্মদ নাসিদকে লক্ষ্য করে মোটরসাইকেলে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পুরো শহর জুড়ে শোনা যায় ওই বিস্ফোরণের শব্দ। পরে তাকে মালের এডিকে হাসপাতালে নেওয়া হয়।

শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষের এক টুইট বার্তায় বলা হয়, ‘বিগত ১৬ ঘণ্টা ধরে তার মাথা, বুক, পেট এবং নিতম্বে জীবন রক্ষাকারী সার্জারি করা হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে গুরুতর অবস্থায় রয়েছেন তিনি।’ মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাসিদের ভাই নাজিম সাত্তার অপর এক টুইট বার্তায় বলেন, ‘তারা সার্জারি শেষ করেছে আর এখন সুস্থ হওয়ার দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।’ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নাসিদের আরও কোনও সার্জারির প্রয়োজন পড়বে কিনা তার পরবর্তীতে খতিয়ে দেখা হবে।

পুলিশ কমিশনার মোহাম্মদ হামিদ জানিয়েছেন, এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে চার ব্যক্তির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, ভারত মহাসাগরের দেশ মালদ্বীপে প্রায় তিন লাখ ৩০ হাজার সুন্নি মুসলমানের বাস। অবকাশ যাপনের জন্য সুপরিচিত এই দেশটিতে প্রায়ই রাজনৈতিক অস্থিরতা চলে। ২০০৮ সালে বহু দলের অংশগ্রহণে মালদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ নাসিদ। ২০১২ সালে এক অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। ২০১৫ সালে তাকে সন্ত্রাসবাদের অভিযোগে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন তাকে চিকিৎসার জন্য মুক্তি দিলে তিনি যুক্তরাজ্যে নির্বাসনে চলে যান। তবে ২০১৮ সালে দেশে ফিরে আসেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ