X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

তালেবানকে সহায়তা করছে পাকিস্তানের বিমান বাহিনী: আফগান ভাইস প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০২১, ০২:৪৭আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৭:০০

আফগানিস্তানে তালেবানকে সহায়তা করছে পাকিস্তানের বিমান বাহিনী। এমন অভিযোগ করেছেন খোদ আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। বৃহস্পতিবার টুইটারে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেন তিনি।

টুইটে আমরুল্লাহ বলেন, ‘পাকিস্তান বিমান বাহিনীর তরফে আফগান সেনা ও বিমান বাহিনীকে সরকারিভাবে হুমকি দিয়ে জানানো হয়েছে যে স্পিন বলডাক এলাকা থেকে তালেবানকে উচ্ছেদের কোনও চেষ্টা করা হলে তার পাল্টা জবাব দেওয়া হবে। কয়েকটি নির্দিষ্ট এলাকায় তালেবানকে আকাশপথে সমর্থন জোগাচ্ছে পাকিস্তানের এয়ারফোর্স।’

আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্টের এমন মন্তব্য নিয়ে ইসলামাবাদের তরফে এখন পর্যন্ত সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে পাকিস্তানের কট্টর সমালোচক আমরুল্লাহর অভিযোগ থেকে স্পষ্ট, দুই প্রতিবেশী দেশের অবিশ্বাসের শিকড় কতটা গভীরে প্রোথিত হয়েছে।

আফগানিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান আমরুল্লাহ সালেহকে একাধিকবার হত্যার চেষ্টা করেছিল তালেবান। বৃহস্পতিবার তিনি টুইটে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলার আগের দিন বুধবার স্পিন বলডাক এলাকায় পাকিস্তান সীমান্ত বরাবর গুরুত্বপূর্ণ একটি ক্রসিংয়ের দখল নেয় তালেবান।

এই ক্রসিংটি পাকিস্তানের বেলুচিস্তানের চামানের সঙ্গে আফগানিস্তানের যোগাযোগ স্থাপন করেছে। আফগান সরকারের অর্থ উপার্জন, আন্তসীমান্ত যাতায়াত এবং বাণিজ্যের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবিসি জানিয়েছে, বিনা প্রতিরোধেই ক্রসিংটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

আফগান কর্তৃপক্ষের দাবি, বেদখল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ক্রসিংটির নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছে তারা। তবে সরকারের এমন দাবি উড়িয়ে দিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ