X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

মিয়ানমারে ক্ষুধায় কাতর বাস্তুচ্যুত মানুষেরা

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ১৫:৪৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৭:২৭

মারাত্মক খাবারের সংকটের মধ্যে পড়েছেন মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যের প্রাসু টাউনশিপের বাসিন্দারা। সামরিক জান্তা সরকারের বাহিনী এবং প্রতিরোধ গ্রুপগুলোর মধ্যে চলা সংঘর্ষে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষুধায় কাতর ওই এলাকার বাসিন্দারা ভুট্টার সঙ্গে চাল মিশিয়ে রান্না করে খেয়ে টিকে আছেন।

জান্তা সরকারের নির্বিচার বিমান হামলা এবং প্রতিরোধ বাহিনীর সঙ্গে লড়াইয়ে কায়াহ রাজ্যে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন প্রায় দুই লাখ মানুষ। রাজ্যটির রাজধানী লইকাউ এবং ডেমোসোর মতো শহরগুলো জনশূন্য হয়ে পড়েছে।

বাস্তুচ্যুত শিবিরে বসবাসকারী বেসামরিক বাসিন্দারা জানিয়েছেন, চাল সংকটের কারণে এক সপ্তাহেরও বেশি সময় ক্ষুধার্ত রয়েছেন তারা। আর তাদের কাছে সামান্য কয়েক দিনের মতো চাল ও ভুট্টা রয়েছে।

কারেন্নি হিউম্যান রাইটস গ্রুপের মুখপাত্র কো বানিয়ার বলেন, ‘বাওলেক গ্রাম সংলগ্ন মানুষেরা ক্ষুধার্ত। জান্তা সেনা সদস্যরা গ্রামের কাছের একটি পাহাড় থেকে পানি সংগ্রহ করছে এবং নিয়মিতভ প্রতিরোধ গ্রুপের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে। সেনা সদস্যদের কারণে এলাকাটি বিপজ্জনক এবং খাবার সরবরাহ কঠিন। গ্রামবাসী চাল ও ভুট্টার মিশ্রণ খাচ্ছে।’

কো বানিয়ার আরও বলেন, ‘অভ্যুত্থানের পর থেকে লড়াইয়ের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। মানুষের খাবার কেনার সামর্থ্য নেই। আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো কায়াহতে খাবার সহায়তা দিতে চায় কিন্তু শাসক গোষ্ঠী তাদের প্রবেশ করতে দিচ্ছে না। সংঘাত চলতে থাকলে সমস্যা আরও বাড়বে।’ তিনি জানান, এক বস্তা চালের দাম ৩০ হাজার কিয়াত থেকে বেড়ে ৬০-৭০ হাজার কিয়াতে পৌঁছেছে।

প্রাসু টাউনশিপের এক কৃষক বলেন, ‘আমরা ধান চাষ করতে পারি না। আমরা তিল এবং ভুট্টা বিক্রি করে চাল কিনি। চালের দাম বেড়ে যাওয়ায় আমরা খাবার সংকটে পড়েছি।’

কায়াহ রাজ্যে সংঘাতের কারণে কৃষকেরা তাদের শস্য বিক্রি করতে পারছেন না। রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রেখেছে জান্তা সরকার। এতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ভুট্টা, তিলসহ অন্য শস্যের দাম পড়ে গেছে।

কায়াহ রাজ্যে ধান উৎপাদনের জমি রয়েছে প্রায় ৪০ হাজার হেক্টর। রাজ্যটিতে যে পরিমাণ ধান উৎপাদন হয় তাতে সেখানকার বাসিন্দাদের চাহিদার মাত্র অর্ধেক পূরণ হয়।

সূত্র: দ্য ইরাবতী

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
আফগান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো মালয়েশিয়া, জড়িত বাংলাদেশি শ্রমিকরা
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল