তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে সুইডেনের কনস্যুলেটে সশস্ত্র হামলায় একজন তুর্কি নারী গুরুত আহত হয়েছেন। মঙ্গলবার (১ আগস্ট) কোনাক জেলার ইজমিরে ৯টা ৪৫-এ হামলার ঘটনা ঘটে। কর্মকর্তারা ধারণা করছেন, হামলাকারী একজন মানসিক প্রতিবন্ধী।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি জানিয়েছে, সুইডেনের কনস্যুলেটের বাইরে হামলা হয়। যিনি আহত হয়েছেন তিনি কূটনৈতিক মিশনে সচিব হিসেবে দায়িত্ব রয়েছেন। তার শারীরিক অবস্থা গুরুতর।
ভিসা আবেদন প্রতিক্রিয়া নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে রাজনৈতিক অথবা সন্ত্রাসী হামলার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়নি।
তুর্কি গভর্নরের কার্যালয় জানায়, হামলাকারীকে ঘটনাস্থল থেকে বন্দুকসহ আটক করা হয়। এ বিষয়ে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে আজ বুধবার ইজমিরে যাবেন সুইডিশ কনসাল জেনারেল।
সুইডেনের রাজধানী স্টকহোমে গত মাসে তুরস্কবিরোধী বিক্ষোভে পবিত্র কোরআন পুড়ান কট্টর ডানপন্থি এক রাজনীতিক। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তুরস্কসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশ। ধর্মগ্রন্থ অবমাননার সঙ্গে এই হামলার সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখবে সংশ্লিষ্টরা।
সূত্র: আল জাজিরা