X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ট্রুডোকে যেভাবে ভারত থেকে নেওয়ার ব্যবস্থা করছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১০

জি-২০ সম্মেলনে এসে ভারতে আটকে পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিতে আসছে বিকল্প উড়োজাহাজ। কানাডার সেনাবাহিনী এই উড়োজাহাজ পাঠিয়েছে। ট্রুডোসহ কানাডার প্রতিনিধি দলকে বহনকারী উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তিনি দিল্লি  ছাড়তে পারেননি। কানাডার সংবাদমাধ্যম টরেন্টো স্টার এ খবর জানিয়েছে।

গত শুক্রবার জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসেন ট্রুডো। দুই দিনের সম্মেলন রবিবার শেষ হওয়ায় ওই দিনই দেশে ফেরার পরিকল্পনা ছিল। ভারতের স্বাধীনতার মহানায়ক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে তাকে ভারতে থাকতে হচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার বিকালের মধ্যে ট্রুডোসহ প্রতিনিধি দল ভারত ছাড়তে পারেন।

টরেন্টো স্টার জানিয়েছে, একটি সিসি-১৫০ পোলারিস উড়োজাহাজ ওন্টারিওর সামরিক ঘাঁটি ছেড়েছে। লন্ডনে এটির সঙ্গে যোগ দেবে আরেকটি সিসি-১৪৪ চ্যালেঞ্জার উড়োজাহাজ। এগুলো সোমবার রাতের মধ্যে ভারত পৌঁছাতে পারে।

সরকারের একটি সিনিয়র সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলকে বহনকারী উড়োজাহাজ মেরামতের জন্য একজন টেকনিশিয়ান ভারতের  উদ্দেশে রওনা দিয়েছেন। টেকনিশিয়ান যদি মেরামত করতে না পারেন  তাহলে  বিকল্প উড়োজাহাজ প্রতিনিধি দলকে কানাডা নিয়ে যাবে।

কানাডার জাতীয় প্রতিরক্ষা দফতরের প্রধান জনসংযোগ কর্মকর্তা  ড্যানিয়েল লে বৌথিলিয়ের বলেছেন, সমস্যা থাকা যন্ত্রাংশ পরিবর্তন করা হবে। প্রাক-ফ্লাইট পরীক্ষায় ত্রুটি ধরা পড়েছিল। ত্রুটি ধরা পড়া প্রমাণ করছে প্রটোকল কার্যকর ছিল।

সিসি-১৫০ পোলারিস উড়োজাহাজের বহরটি কানাডার বিমানবাহিনীর। এতে এয়ারবাসের উড়োজাহাজ ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রী, গভর্নর জেনারেল এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের পরিবহনের জন্য এটি ব্যবহৃত হয়। এতে ভিআইপি উড়োজাহাজের বিশেষ কিছু সুবিধা নেই। এই বহরের উড়োজাহাজগুলো একটানা খুব বেশি পথ পাড়ি দিতে পারে না। জ্বালানি নেওয়ার  জন্য একাধিকবার থামতে  হয়।  

/এএ/
সম্পর্কিত
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
কাশ্মীরে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত ও এফ-১৬ ভূপাতিতের দাবি ভারতের
সিসটিন চ্যাপেল থেকে সাদা ধোঁয়া, ক্যাথলিকদের নতুন পোপ নির্বাচিত
সর্বশেষ খবর
কনফারেন্স লিগের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ রিয়াল বেতিস
কনফারেন্স লিগের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ রিয়াল বেতিস
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
ইউরোপা লিগের ফাইনালে ম্যানইউ-টটেনহাম
ইউরোপা লিগের ফাইনালে ম্যানইউ-টটেনহাম
যমুনার সামনে মঞ্চ তৈরির ঘোষণা
যমুনার সামনে মঞ্চ তৈরির ঘোষণা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ