X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতীয় ২ সেনা ও ১ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫২

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর দুজন এবং স্থানীয় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের একজন কর্নেল, একজন মেজর ও পুলিশের একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট রয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এনডিটিভি এ খবর জানিয়েছে।

নিহতরা হলেন,  কর্নেল মনপ্রীত সিং, মেজর আশীষ ধোনচাক ও ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ হিমানুন মুজামিল ভাট। কর্নেল মনপ্রীত সিং ছিলেন ১৯ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর)-এর ইউনিটের কমান্ডিং অফিসার। রাষ্ট্রীয় রাইফেলস হচ্ছে সেনাবাহিনীর বিদ্রোহবিরোধী বাহিনী। এরা জম্মু ও কাশ্মিরে কাজ করে।

অনন্তনাগের কোকেরনাগ এলাকার ঘন জঙ্গল সেনা ও পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর ১৫ কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং জম্মু-কাশ্মির পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং। নিহতদের মরদেহ সরিয়ে আনার জন্য হেলিকপ্টার কাজে লাগানো হচ্ছে।

সূত্রের বরাতে এনডিটিভি বলেছে, গোপন তথের ভিত্তিতে ওই এলাকায় গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। এ সময় তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। সংঘর্ষে তিন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। দ্রুত অতিরিক্ত সেনা ও পুলিশ সেখানে হাজির হয়। কিন্তু সন্ত্রাসীদের তুমুল গুলিবর্ষণের মুখে তারা সুবিধা করতে পারেনি। আহতদের দ্রুত সরিয়ে আনা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কাশ্মিরে এটি দ্বিতীয় বন্দুকযুদ্ধ। এর আগে রাজৌরি জেলায় সন্ত্রাসীদের সঙ্গে আরেকটি বন্দুকযুদ্ধে এক সেনা নিহত ও নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছে। সংঘর্ষে দুই জঙ্গিও নিহত হয়েছে।  

 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙা মোদির এনডিএ ও বিরোধীরা
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি?রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ