মার্কিন সামরিক ঘাঁটিতে তল্লাশি অভিযান পরিচালনা করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। ১৭ মার্কিন সেনা ও পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে গাঁজা পাচার ও সেবনের অভিযোগ রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ায় বৃহত্তম বিদেশি সামরিক ঘাঁটি ক্যাম্প হামফ্রেসে এই অভিযান চালানো হয়। এ সময় একজন ফিলিপিনো ও একজন দক্ষিণ কোরীয়কে গ্রেফতার করা হয়েছে। ২২ সন্দেহভাজনের বিরুদ্ধে মামলা পর্যালোচনা করছেন প্রসিকিউটর।
দক্ষিণ কোরিয়ার পুলিশ ও মার্কিন সেনাবাহিনীর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন যৌথভাবে তল্লাশি চালিয়েছে। এই অভিযানে ২২ সন্দেহভাজনের কাছ থেকে ৭৭ গ্রাম গাঁজা, ভ্যাঁপের জন্য ব্যবহৃত ৪ কেজি ‘মিশ্র তরল’ ও নগদ ১২ হাজার ৮৫০ ডলার উদ্ধার করা হয়েছে। গত কয়েক মাসের মধ্যে এটিই মার্কিন সেনাদের এমন কর্মকাণ্ডে জড়িত থাকার বড় অভিযোগ।
পুলিশ জানিয়েছে, পাঁচ সেনা সদস্যসহ সাতজনকে মাদক বিক্রিতে জড়িত বলে ধারণা করা হচ্ছে। ১২ জন এই মাদক সেবনকারী এবং ৩ জন মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করতেন। এক সেনা সদস্যের স্ত্রী ও অপর একজনের বাগদত্তাও এর সঙ্গে জড়িত।
যুক্তরাষ্ট্রের ১৭ সেনা সদস্য ক্যাম্প হামফ্রেসে অবস্থান করছেন। তারা স্ন্যাপচ্যাট ব্যবহার করে এই মাদক বিতরণ করতেন বলে অভিযোগ রয়েছে।
এর আগে মে মাসে দুটি মার্কিন ঘাঁটিতে অভিযান পরিচালনা করা হয়েছিল। মার্কিন সেনাবাহিনীর একটি এনফোর্সমেন্ট শাখা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার পুলিশ চার মাস ধরে তদন্ত করছে।
সূত্র: বিবিসি